জীবন যেমন
মুহূর্তে ত্বকের উজ্জ্বলতা ফেরানোর ৬ উপায়

খবর অনলাইন ডেস্ক কর্মরতা হোন বা গৃহবধূ, নিজের হাতে সমস্তটা সামলাতে গিয়ে আলাদা ভাবে নিজের ত্বকেরই যত্ন নেওয়া হয় না। এমন মানুষ অনেকেই আছেন। তার মধ্যে আছে নিমন্ত্রণ রক্ষার ধাক্কাও। সেখানে তো আর যেমন তেমন চেহারায় গেলে হয় না। তাই আপনি যাই করুন না কেন ত্বকের জন্য একটু যত্ন তো নিতেই হয়। তাই মুহূর্তে কাজ করবে এমন উপায় হলে সব থেকে ভালো হয়।
আজ জেনে নিন কী করলে ত্বকের উজ্জ্বলতা মুহূর্তেই বাড়বে –
১। কাঁচা দুধ

কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করুন। এতে ত্বকের ধুলোময়লা পরিষ্কার হয়। মুহূর্তে সারাদিনের ট্যানও দূর হয়। ত্বক উজ্জ্বল সতেজ হয়।
২। টমেটো

হাতে খুব কম সময় থাকলে টমেটোতে ভরসা রাখুন। টমেটো হল প্রাকৃতিক ট্যান রিমুভার। রোদে ত্বক পুড়ে গেলে তা যেমন পরিষ্কার করে নিমেষে তেমন রোদে পোড়ার হাত থেকেও রক্ষা করে।
৩। ডাবের জল

প্রাকৃতিক ক্লিনজার ডাবের জল। মুখ পরিষ্কার করুন ডাবের জল দিয়ে। এটি ত্বককে প্রাকৃতিক ভাবে আর্দ্র রাখে। উজ্জ্বলতা বাড়ায়। মেকআপ ধরে রাখতেও সাহায্য করে।
৪। দইমধু

মুখ পরিষ্কার করে ধুয়ে টকদই ও মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পরে সাধারণ জলে ভালোভাবে ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা চোখে পড়ার মতো বাড়বে।
৫। বাঁধাকপি

বাঁধাকপি সেদ্ধ করা জল ফ্রিজে রেখে দিন। মাঝে মধ্যে তা টোনার হিসেবে ব্যবহার করুন। এটি খুব ভালো প্রাকৃতিক টোনার ও ক্লিনজার। ত্বকের মৃতকোষ সরিয়ে নিমেষে উজ্জ্বলতা এনে দেয়।
৬। অ্যাপেল সিডার

গোলাপ জলের সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে মুখে মাখুন। ত্বক মোলায়েম ও উজ্জ্বল হবে। ত্বকের ক্লান্তির ছোপ দূর হবে। এটি অনেকক্ষণ মেকআপ ধরে রাখতেও সাহায্য করে।
এই উপায়গুলি প্রয়োগ করে দেখুন সঙ্গে সঙ্গে ফল পাবেন।
আরও – মাত্র ৫ দিনে উজ্জ্বল ত্বক পেতে অব্যর্থ ঘরোয়া টোটকা
ঘরদোর
বাড়িতে ধনেপাতার চাষ করতে চান? দেখে নিন পদ্ধতি পদ্ধতি

খবরঅনলাইন ডেস্ক: ধনেপাতার অনেক গুণ। খেতেও ভালো। তাই এর অনুরাগীর সংখ্যা অসংখ্য। কাঁচা, রান্না করা, বাটা – সব রকমেরই তুলনা নেই। কিন্তু মরশুম চলে গেলে দাম অনেকটাই বেড়ে যায়। তখন এটি খাওয়া ও ব্যবহার কমাতে বাধ্য হতে হয়। তাই যদি নিজের ছাদ বা বারান্দার বাগানে এটি সারা বছর চাষ করা যায় সুবিধে অনেক হয়।
উপযুক্ত মরশুম – সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। তবে সারা বছরই টবে চাষ করতে পারেন।
ধনেপাতা সব মাটিতেই হয়। তবে এঁটেল ও দো-আঁশ মাটি বেশি ভালো। মাটিতে গোবর সার, পাতা পচা সার, বা রান্নাঘরের ফেলে দেওয়া সবজির খোসাও সার হিসেবে দিতে পারেন।

দোকান বা কোনো নার্সারি থেকে ধনের বীজ কিনে রাত্রিবেলা জলে ভিজিয়ে রাখুন। পরের দিন বীজ মাটিতে ফেলুন। বলে রাখা ভালো, ট্রের মতো বা থালার মতো ছড়ানো টব হলে ভালো হয়।
বীজগুলি ছড়িয়ে হালকা মাটি চাপা দিয়ে দিন। জল ছিটিয়ে মাটি ভালো করে ভিজিয়ে দিন। খেয়াল রাখবেন যেন মাটিতে পিঁপড়ে না হয়। তার জন্য টবের চারপাশে পিঁপড়ের ওষুধ ছড়িয়ে দিন।
অল্প সময়ের মধ্যেই চারা জন্মাবে। একটি টবে অনেক গাছ হলে তা তুলে অন্য একটি টবে লাগান।
গাছের গোড়ায় আগাছা হলে পরিষ্কার করুন। বৃষ্টির দিনে বেশি জল না দেওয়াই ভালো। সব সময় খেয়াল রাখুন গোড়ায় যেন জল না দাঁড়ায়।
আরও – ঘরের বায়ুদূষণ আটকাতে লাগান এই গাছগুলি
জীবন যেমন
মোজা পরা পায়ের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে হলে

খবরঅনলাইন ডেস্ক: মোজার দুর্গন্ধে প্রায় বমি উঠে আসার অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু এটা একটা বিড়ম্বনা বই আর কিছুই না। এ দিকে মোজা পরলে পায়ে গন্ধ হয় অন্য দিকে শীতকালে বা বিশেষ ক্ষেত্রে মোজা না পরলেই নয়।
তা হলে উপায়? যাদের পায়ে দুর্গন্ধ হয় তাদের জন্য রইল কয়েকটি পরামর্শ।
১। বাড়ি ফেরার পর নিয়মিত গরম জলে শ্যাম্পু দিয়ে পা পরিষ্কার করুন।
২। গরম জলে নুন দিয়ে পা ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। ১৫ মিনিট পর ব্রাশ বা পিউমিস পাথর দিয়ে পা ভালো করে পরিষ্কার করে নিন।
৩। নুনের পরিবর্তে গরম জলের খাবার সোডাও দিতে পারেন। কিছুক্ষণ পরে পা ঘষে ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছে নিন। তার পর ফুট ক্রিম ময়শ্চারাইজার লাগান।
৪। রাতে ঘুমোনোর আগে পা ভালো করে পরিষ্কার করে পাতিলেবু ও গ্লিসারিন অ্যালোভেরা জেল পায়ের তলায় ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিন। পা ফাটা যেমন কমবে, পায়ের দুর্গন্ধও আর হবে না।
৫। মোজা সব সময় কাচা পরুন। মোজা পরার আগে পায়ে ভালো করে পাউডার লাগিয়ে নিন। তা হলে আর পায়ে গন্ধ থাকবে না।
৬। এ বার যে পরামর্শটি দেওয়া হচ্ছে, তা অনেক সময়েই আমরা মানি না। কিন্তু এটিই সব থেকে জরুরি বিষয়। শরীরের যে কোনো অঙ্গে দুর্গন্ধ হওয়ার প্রাথমিক কারণ হল জল কম খাওয়া। তাই সব ঋতুতেই নিয়ম করে অন্তত ৩ লিটার জল খান।
৭। সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে খাদ্যাভাসও। বাইরের খাবার, তেলমশলাদার খাবার, পেঁয়াজ, রসুন দেওয়া খাবার অতিরিক্ত খাবেন না। পেট ঠান্ডা রাখুন। টমেটো, পাতিলেবু, টক দই, ধনে পাতা, পুদিনা পাতা ইত্যাদি খান।
৮। পোশাক সম্পর্কে সচেতন হন। সুতির পোশাক, সুতির মোজা পরার চেষ্টা করুন। প্রতি দিন কাচা পোশাক ও মোজা পরুন। তা হলে আর দুর্গন্ধে চারিপাশ মেতে উঠবে না।
আরও পা ফাটায় জেরবার? মুক্তি পেতে মেনে চলুন পরামর্শগুলি
জীবন যেমন
চুল কালো করবেন? ব্যবহার করে দেখুন এর মধ্যে একটি

খবরঅনলাইন ডেস্ক: চুল কালো করার অসাধারণ ৩টি উপায় এখানে রইল। প্রাকৃতিক ভাবে এবার বাড়িতে বসেই চুল কালো করুন অনায়াসে। উপকরণগুলিও খুবই পরিচিত ও ঘরোয়া।
১। কারিপাতার তেল
কারিপাতা কেবল রান্নায় নয়, ব্যবহার করা যায় চুলের যত্নেও। এতে আছে প্রোটিন, আয়রন, ফলিক অ্যাসিড, বিটা ক্যারোটিন-সহ অনেক রকমের ভিটামিন। এই উপাদানগুলি চুলকে সাদা হওয়া থেকে রক্ষা করে পাশাপাশি চুল কালো করতে পারে। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয়।
উপকরণ
১ মুঠো পরিষ্কার কারিপাতা, ১ টেবিল চামচ নারকেল তেল।
পদ্ধতি
নারকেল তেলের মধ্যে কারিপাতা দিয়ে জ্বাল দিন। তেল নামিয়ে ঠান্ডা করে চুলে ও গোড়ায় মালিশ করুন। ৪৫ মিনিট রেখে তার পর শ্যাম্পু করুন। এই প্যাকটি সপ্তাহে অন্তত দু’ বার ব্যবহার করলে ভালো ফল পাবেন।
২। মেথির প্যাক
মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন বি এবং স্যাপোনিনস আছে। এগুলি চুল পড়া রোধ করে, খুশকি দূর করে ও চুল পাকা রোধ করে।
উপকরণ
৪ টেবিল চামচ মেথি, ১/২ কাপ জল
পদ্ধতি
মেথিটা কাপের জল নিয়ে তাতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে ভেজানো মেথি বেটে পেস্ট তৈরি করুন। পেস্টটি মাথার তালু থেকে চুলের ডগা পর্যন্ত ব্যবহার করুন। ৫০ মিনিট পেস্টটি রেখে তার পর শ্যাম্পু করে নিন। এই প্যাকটি সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করুন।
৩। পাতিলেবুর তেল
চুলের যত্নে নারকেল তেলের তুলনা হয় না। চুলে ময়েশ্চার ধরে রাখা থেকে চুলের বৃদ্ধি, এবং পুষ্টি সবই হয় এতে। পাতিলেবুতে ভিটামিন-সি। দু’য়ে মিলে চুল পাকা কম করে।
উপকরণ
৪ চা চামচ লেবুর রস, নারকেল তেল চুলের দৈর্ঘ্য অনুযায়ী
পদ্ধতি
নারকেল তেলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে নিন। এটি মাথার তালু ও গোটা চুলে ভালো করে লাগিয়ে নিন। এর পর দুই ঘণ্টা রাখুন। তার পর শ্যাম্পু করুন। সপ্তাহে এক বার এটি ব্যবহার করুন, ভালো ফল পাবেন।
আরও – দাঁত হলুদ হয়ে যাচ্ছে? ঝকঝকে করতে লেবু
-
রাজ্য2 days ago
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
-
কলকাতা3 days ago
এ বার সারা দিনের পাসে বাস-ট্রাম-ফেরিতে কলকাতা ভ্রমণ
-
প্রবন্ধ2 days ago
শিল্পী – স্বপ্ন – শঙ্কা: সৌমিত্র চট্টোপাধ্যায়কে যেমন দেখেছি, ৮৭তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য
-
দেশ3 days ago
ভারতের উপহার ২০ লক্ষ টিকা বুধবার পাচ্ছে বাংলাদেশ