গরমে ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন হয়। অতিরিক্ত ঘাম, ধুলোবালি, ময়লার জন্য ত্বকের অবস্থা হয় দফারফা। পাশাপাশি, মানসিক উদ্বেগ, পরিবেশ দূষণ, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির কুপ্রভাব পড়ে ত্বকের ওপর। তাই ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ও আর্দ্রতা বজায় রাখতে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত বিউটি ট্রিটমেন্টের প্রয়োজন। কিন্তু বিউটি পার্লারে বা সালোঁতে গিয়ে বিউটি ট্রিটমেন্ট করানো সম্ভব হয় না সবার পক্ষে। তাই গরমে বাড়িতেই কীভাবে করবেন চটজলদি বিউটি ট্রিটমেন্ট?
১) চোখ ও মুখের ফোলাভাব কমাতে বরফের কিউব নিয়ে চোখের তলায়, মুখের ফোলা অংশে ৫-১০ মিনিট ভালো করে ঘষুন। এতে ফোলা ভাব, চুলকানি দূর হবে। বরফের কিউব রক্তনালি সঙ্কুচিত করে।ছিদ্রর আকার ছোট করে।
২) মাইল্ড ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন মুখ। হালকা করে মুখ ম্যাসাজ করুন। টোনার লাগান।
৩) অল্প পরিমাণে জল গরম করে নিন। গরম জলের পাত্র টেবিলে রাখুন। নিজে একটু দূরে বসুন। মুখটা পাত্রর ওপর (৮-১০ ইঞ্চি ওপরে) নিয়ে আসুন। ৫ মিনিট স্টিম ফেশিয়াল নিন। ত্বক নরম ও মসৃণ, ফ্রেশ হয়ে যাবে। বাষ্প ছিদ্র ভেতরে থাকা সেবামকে নরম করবে। ত্বকের লালচে ভাব কমবে।
৪) মলিন, রুক্ষ ও শুষ্ক ত্বক থেকে মরা কোষ দূর করতে হবে। কাঠবাদাম, আমন্ড বাদাম গুঁড়ো করে নিয়ে তাতে কমলালেবুর খোসার গুঁড়ো, অলিভ অয়েল বা মধু মিশিয়ে মুখে লাগান। ৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন মুখ।
৫) উজ্জ্বল, দাগছোপহীন ত্বক পেতে মুখে নিমপাতা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মুলতানি মাটি, চন্দনের গুঁড়ো, কাঠকয়লার গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক মুখে লাগান। ছিদ্র খুলে যাবে। ত্বকের ময়লা, ধুলোবালি দূর হবে।
৬) ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা বজায় রাখতে ত্বকের উপযুক্ত স্কিন শিট মাস্ক ব্যবহার করুন। ২০ মিনিট লাগিয়ে ফেলে দিন। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য বজায় থাকবে।