মুখে হাত দিলেই রুক্ষ-শুষ্ক খসখসে ভাব অনুভব হচ্ছে? দিনে দিনে কি হারিয়ে যাচ্ছে ত্বকের সেই কোমল মোলায়েম ভাব বা উজ্জ্বলতা?
কোনও না কোনও কারণে আপনার ত্বক ধীরে ধীরে আর্দ্রতা হারিয়ে হয়ে উঠছে শুষ্ক। আর শুষ্ক ত্বকের সমস্যা কিন্তু মারাত্মক।
এখন থেকেই শুষ্ক ত্বকের যত্ন না নিলে, সঠিক পরিচর্যা না করলে রুক্ষতা আরও বাড়বে। এতে আপনার ত্বক ধীরে ধীরে হয়ে উঠবে আরও নিষ্প্রাণ ও দীপ্তিহীন। অনেক সময় ত্বক ফেটে গিয়ে, ত্বকের উপরিভাগ কালচেও হয়ে যেতে পারে।
১। অ্যাভোকাডো

অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এ, ডি এবং ই, খনিজ ও পুষ্টি পদার্থ যা ত্বকের জন্য খুবই উপযোগী। এছাড়া ত্বককে ক্ষতিকারক সূর্যের রশ্মি থেকে রক্ষা করে।
উপকরণ-
একটি অর্ধেক অ্যাভোকাডো ও হাফ কাপ কাপ মধু
পদ্ধতি-
একটি বাটিতে অর্ধেক অ্যাভোকাডো নিয়ে চামচ দিয়ে পিষে নিন। খেয়াল রাখবেন যেন কোনও বড় দানা না থাকে। ১ চামচ মধু মেশান। প্যাকটি পুরো মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করার পর ঈষৎ উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
২। অলিভ অয়েল
অলিভ অয়েলের ময়েশ্চারাইজিং উপাদান ত্বকে পুষ্টি জোগায়। ক্ষতিকারক সূর্যরশ্মির কারণে ত্ব্কের সূক্ষ কোষ ক্ষতিগ্র্স্থ হয়। এর ফলে ত্বক শুষ্ক হয়ে যায়।
অলিভ অয়েলের অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ত্বকের রক্ষাকবচ হিসেবে কাজ করে।
উপকরণ-
২ চামচ অলিভ অয়েল ও ১-২ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল
পদ্ধতি-
অলিভ অয়েল ল্যাভেন্ডার অয়েল ও ভালোভাবে মিশিয়ে মুখে, ঘাড়ে ও গলায় লাগাতে হবে। এরপর তা ভালোভাবে হালকা হাতে ম্যাসাজ করতে হবে কয়েক মিনিট ধরে। ত্বকে তেল শুষে নেওয়ার পর কাপড় বা তোয়ালের সাহায্যে অতিরিক্ত তেল মুছে ফেলতে হবে। প্রতি সপ্তাহে ২ দিন নিয়ম করে ব্যবহার করুন অলিভ অয়েল ও ল্যাভেন্ডার অয়েল।
আরও পড়ুন:
অল্প বয়সেই ত্বকে বলিরেখা? যত্ন নিন ঘরোয়া উপায়ে
গরমে ঠোঁটের রুক্ষতা দূর করতে মেনে চলুন এই ৪টি টিপস
৩। দই
দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে আর্দ্র ও কোমল করে তোলে। দই দিয়ে বানানো যে কোনও ফেস মাস্ক বা প্যাকই ত্বকের উজ্জ্বলতা ও মসৃণভাব বৃদ্ধি করে, ত্বক করে তোলে টানটান।
উপকরণ-
৩ চামচ গুঁড়ো চিনি, একটি কাপে ১/৪ ভাগ দই, ২ চামচ মধু।
পদ্ধতি-
প্রতিটি উপাদান একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার হালকা ভাবে সার্কুলার মোশানে ঘুরিয়ে মুখে ম্যাসাজ ও স্ক্রাবিং করুন। ৫ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৪। গ্লিসারিন
শুষ্ক ত্বকে, শুষ্ক ও ফেটে যাওয়া ঠোঁটে গ্লিসারিন জাদুর মতো কাজ কাজ করে। গ্লিসারিন শুষ্ক ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনে এবং শুষ্ক ত্বকের যাবতীয় সমস্যা দূর করে।
উপকরণ-
১ চামচ গ্লিসারিন ও ১ চামচ গোলাপ জল
পদ্ধতি-
গোলাপ জল ও গ্লিসারিন ভালোভাবে মিশিয়ে ত্বকের শুষ্ক অংশে লাগিয়ে নিন। ১ ঘন্টা পর মুখ ধুয়ে ফেলুন।
৫। গ্রিন টি
গ্রিন-টি শুষ্ক ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এটি ত্বকের শুষ্কতা দূর করে প্রয়োজনীয় আর্দ্রভাব ফিরিয়ে আনে।
উপকরণ-
হাফ চামচ গ্রিন-টি’র পাতা ও এক চামচ ফ্রেশ ক্রিম।
পদ্ধতি- ক্রিমের মধ্যে গ্রিন-টি পাতাগুলি ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি ৬-৭ মিনিট একটি পাত্রে রেখে দিন। এরপরে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে পুরো মুখে লাগান। ২-৩ মিনিট ম্যাসাজ করুন আলতো ভাবে। ১৫ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
কিনতে পারেন
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।