শীতকাল মানেই বিয়েবাড়ি, পার্টি, দেদার মজা হুল্লোড়। সকলেই চায় বিশেষ অনুষ্ঠানে নিজেকে বিশেষ লুকে দেখতে ও সকলের নজর কাড়তে। মেকআপ সঠিক হলে তা প্রত্যেকের নিজস্ব সৌন্দর্যকে তুলে ধরে কিন্তু অতিরিক্ত মেকআপে আসল সৌন্দর্য ঢাকা পড়ে যায়। দৃষ্টিকটু লাগে। তাই আত্মবিশ্বাসের সঙ্গে এই শীতের মরসুমে যে কোনো অনুষ্ঠানে সকলের নজর কাড়ুন ‘এলিগ্যান্ট নো মেকআপ’ লুক’-এই।
কী ভাবে ‘নো মেকআপ লুক’-এ সাজবেন
(১) প্রথমেই মেকআপের বেস তৈরির জন্য মাইল্ড ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। এতে মুখের সব ময়লা, অতিরিক্ত তেল চলে যায়।
(২) মুখে হালকা বরফ জল স্প্রে করে নিন।
(৩) ত্বক আর্দ্র রাখতে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। স্কিনটোন মসৃণ করতে প্রাইমার ব্যবহার করুন। এতে মেকআপ বেশিক্ষণ স্থায়ী হবে। হালকা হাইড্রেটিং প্রাইমার লাগাবেন।
(৪) নিজের স্কিনটোন অনুযায়ী হালকা ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করুন। ব্রাশ দিয়ে বা ভেজা স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে বা ত্বকে ঘষে নিন।
(৫) চোখের তলায়, নাকের পাশে দাগছোপ দূর করতে ব্যবহার করুন কনসিলার। ত্বকের তৈলাক্ত জায়গা যেখানে ঘাম ফুটে ওঠে বেশি সেখানে হালকা করে ট্রান্সলুসেন্ট পাউডার লাগান। ফ্রেশ ও স্বাভাবিক ঔজ্জ্বল্য আসবে।
(৬) গালে হালকা রঙের ব্লাশঅন করুন হাইলাইট করতে। সফট পিচ বা গোলাপি রঙের টোন ব্যবহার করুন।
(৭) চোখের মেকআপের ওপর বিশেষ নজর দিন। সফট নিউট্রাল আইশ্যাডো ব্যবহার করুন। কাজল বা ওয়াটার প্রুফ মাসকারা ব্যবহার করুন।
(৮) ভ্রুর মেকআপে নজর দিন। বাঁকানো ভ্রু আঙুন বা ছোট্ট চিরুনি চালিয়ে দিন।
(৯) প্রথমেই ঠোঁটে ক্রিম লাগান। যাতে ফাটাফুটি না থাকে। নিউট্রাল বা একই রকম রঙের লিপলাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন করে নিন। সফট গোলাপি, পিচ, বোল্ড বা হালকা মেরুন রঙের ম্যাট বা ক্রিমি লিপস্টিক ব্যবহার করুন।