দোরগোড়ায় হাজির বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর ক’টাদিন কী সাজব তা নিয়ে চলে বছরভর নানান জল্পনা। পুজোর ক’টাদিন শুধু নতুন পোশাক পরলেই তো হল না, চাই পোশাকের সঙ্গে ম্যাচিং অ্যাক্সেসরিজও। অ্যাক্সেসরিজের প্রধান উপকরণ হল ম্যাচিং গয়নাও। এথনিক হোক কিংবা ইন্দোওয়েস্টার্ন বা পাশ্চাত্যের পোশাক সবকিছুর সঙ্গেই মানানসই ভার্সেটাইল গয়না হল অক্সিডাইজড জুয়েলারি। কিন্তু গয়না কিনলেই তো হল না গয়নার উপযুক্ত যত্নও দরকার।
কীভাবে যত্নে রাখবেন এই পছন্দের গয়না
গয়নার বাক্সে অক্সিডাইজড জুয়েলারি তুলে রাখার আগে ভালো করে পরিষ্কার করে রাখুন। ঘামের কারণে অক্সিডাইজড জুয়েলারির রঙ বদলে যেতে পারে। ঘামে থাকা নুনের কারণে এ ধরনের গয়নার জ্বলজ্বলে ভাব ও রঙ বদলে যেতে পারে। রুপো খুব যত্নে নাড়াচাড়া করবেন। তাই গয়নার বাক্সে অক্সিডাইজড জুয়েলারি তুলে রাখার আগে ভালো করে পরিষ্কার করুন শুকনো কাপড় বা ওয়াইপার দিয়ে। যত্ন নিয়ে গয়না পরিষ্কার পরিচ্ছন্ন করুন। তারপর গয়নার বাক্সে এই গয়না তুলে রাখুন।
দীর্ঘ মেয়াদে অক্সিডাইজড জুয়েলারি ব্যবহার করতে জিপলক পাউচ বা ক্যারিব্যাগের মধ্যে তুলে রাখুন এই গয়না। বেশি মাত্রায় অক্সিজেনের প্রভাবে অক্সিডাইজেশনের কারণে গয়নার রঙ কালো হয়ে যায়। তাই মুখবন্ধ জিপার ব্যাগ বা পাউচে ভরে রাখুন অক্সিডাইজড জুয়েলারি।
ব্ল্যাক পলিশের অক্সিডাইজড জুয়েলারি কোনোরকম কড়া রাসায়নিক দিয়ে পরিষ্কার করবেন না।
অক্সিডাইজড জুয়েলারি নরম কাপড়ে মুড়ে আলাদা রাখবেন। অন্য গয়নার সঙ্গে রাখবেন না।
আজকাল কেউ নামীদামি ধাতুর গয়না বেশি পরিমাণে পরে বাইরে বেরোয় না। সকলেই অক্সিডাইজড জুয়েলারির পাশাপাশি নানান রকম জাঙ্ক জুয়েলারি বা কৃত্রিম গয়নায় স্বচ্ছন্দ। তাই প্রতিটি গয়না আলাদা আলাদা করে রাখুন। মিলিয়ে মিশিয়ে একাকার করে রাখবেন না গয়না।
গয়নার ওপর পারফিউম বা হেয়ারস্প্রে স্প্রে করবেন না। রাসায়নিকের প্রভাবে গয়না নষ্ট হয়ে যেতে পারে।
গয়নায় যাতে ঘাম, জল না লাগে তা দেখবেন। শুকনো কাপড়ে মুছে গয়না তুলে রাখুন। না হলে গয়নার ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যেতে পারে। ওয়াইপার বা টুথব্রাশ দিয়ে ঝেড়ে নিন।
আরও পড়ুন
দুর্গোৎসব ২০২৪: এসে গেল পুজো, এবার বাড়িতে বসে জবাফুলে কেশচর্চা