দোরগোড়ায় হাজির বাঙালির প্রাণের প্রিয় উৎসব দুর্গাপুজো। পুজোর শপিং এখন তুঙ্গে। শুধু জামাকাপড় কেনাকাটা করলেই তো হবে না, পুজোয় নিজেকেও সুন্দর ভাবে সাজাতে হবে। পুজোয় সুন্দর লাগার জন্য ত্বকের যত্ন নেওয়া জরুরি। মুখে ব্রণ হয়ে থাকলে পুজোর সব সাজই মাটি। সবার পক্ষে পার্লার বা সালোঁতে গিয়ে বিউটি ট্রিটমেন্ট নেওয়া সম্ভব হয় না। ঘরোয়া উপাদানেই মিলতে পারে ব্রণর জ্বালা থেকে মুক্তি।
ব্রণর ঘরোয়া নিরাময়
(১) অ্যালোভেরায় রয়েছে অ্যান্টিইনফ্লেমটরি ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ। তাই অ্যালোভেরা জেল অ্যালোভেরার পাতা থেকে বের করে ব্রণর ওপর লাগান। কয়েক মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন। জ্বালা ও ফোলা ভাব কমবে।
(২) অনেক বিউটি ক্রিম ও লোশনে হলুদ ব্যবহার করা হয়। হলুদে আছে অ্যান্টিইনফ্লেমটরি গুণ যা ব্রণ দূর করে। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। হলুদবাটা, মধু, দুধ ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে নিন। চাইলে অ্যালোভেরা জেলও যোগ করতে পারেন।
(৩) ভিটামিন সি সমৃদ্ধ পাতিলেবু ও কমলালেবু ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। লেবুর রস ও মুলতানি মাটি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে লাগান। কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে নিন। ব্রণর সমস্যা দূর হয়।
ব্রণ ফাটালে কী হয়
ব্রণ ফাটালে ব্রণর দাগ ত্বকে চিরস্থায়ী ভাবে থেকে যায়। ত্বকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। আরও বেশি ব্রণ হবে। তেল আর ব্যাক্টেরিয়া ত্বকের ভেতরে ঢুকে গিয়ে আরও বেশি জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
ব্রণ আটকাতে কী করবেন
ত্বক আর্দ্র রাখতে বেশি পরিমাণে জল খান। বেশি মেকআপ করবেন না। ত্বক অনুযায়ী প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন। রাসায়নিক মিশ্রিত কসমেটিকস বেশি ব্যবহার করবেন না। মেকআপ পরিষ্কার করবেন।