ওয়েবডেস্ক: নিম পাতার গুণ সবার জানা। যে কোনো রকমের ইনফেকশন হোক কিংবা ত্বকের সমস্যা সব কিছুতেই নিম পাতার জুড়ি মেলা ভার। তবে শুধু নিম পাতা নয়, নিমের ফল এবং ফুলেও রয়েছে প্রচুর গুণ।
চলুন জেনে নেওয়া যাক ডক্টর পি এস পাঠকের কাছ থেকে। উনি নিম পাতার গুণাগুণ সম্পর্কে কী জানিয়েছেন।
আমরা অনেকেই পছন্দ করি বাজার থেকে বিভিন্ন প্রসাধনী কিনে ব্যবহার করতে। তাতে সময় বাঁচে আবার অত খাটনি করতে হয় না। কারণ ঘরোয়া পদ্ধতিতে ত্বক বা চুলের যত্ন যা-ই করি না কেন, সেখানে নিজেকে সব কিছু বানিয়ে তার পরে ত্বকের যত্ন বা চুলের যত্ন নিতে হবে। তাতে আদৌ কি সব সময় কাজ হয়?
নিম পাতা যেমন খুসকি প্রতিরোধ করে আবার মাথায় উকুন থাকলে তা কমাতে সাহায্য করে। এ ছাড়া নিম পাতা, নিমের ফল ও ফুল দিয়ে যদি তেল বানিয়ে মাথায় লাগানো যায় তাতে দারুণ কাজ দেয়।
ডক্টর পি এস পাঠক জানিয়েছেন, নিম পাতায় আছে ঔষধি গুণ। নিম পাতা যেমন হাম, পক্স হলে কাজে লাগে, আবার জ্বর, কানে ব্যথা, গলায় ব্যথা, মুখে পাইরিয়া, আলসার, ডায়বেটিস থাকলে ইত্যাদি সব কিছু কমাতেই সাহায্য করে।
চলুন জেনে নেওয়া যাক নিম পাতার গুণাগুণ-
১। চুল পড়া ও মাথায় টাক পড়ে গেলে
বেশির ভাগ মানুষই এখন চুল উঠে যাওয়ার সমস্যায় ভুগছেন। কিন্তু যাদের মাথায় একেবারে কোনো চুল নেই তাঁদের অবস্থা তো খুবই খারাপ।
ডক্টর পি এস পাঠক জানিয়েছেন, চুল পড়া বা মাথায় টাক পড়ে গেলে নিম পাতা ব্যবহার করা যেতেই পারে।
কী ভাবে ব্যবহার করবেন-
নিম পাতা বেটে নিয়ে ব্যবহার করতে পারেন। অথবা নিম পাতা শুকিয়ে নিয়ে নিমের গুঁড়ো দিয়ে তেল বানাতে পারেন। নিম পাতা বাটা হলে ২ চামচ আর নিমের গুঁড়ো হলেও ২ চামচ নেবেন। এর পরে নিম পাতা বাটা বা নিমের গুঁড়োর মধ্যে ১ চামচ নারকেল তেল, ১ চামচ অলিভ অয়েল, ১ চামচ জোজবা অয়েল মিশিয়ে নিন। ৩০ মিনিট মাথায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।
২। খুসকি দূর করতে
খুসকি থেকে মুক্তি দেয় নিম পাতা। একবার ব্যবহার করেই দেখুন, উপকার পাবেন। শুধু তাই না, অনেক সময় খুসকি থেকে মাথার স্ক্যাল্প তৈলাক্ত হয়ে যায়। সেই তৈলাক্ত ভাব কমাতে সাহায্য করে। এ ছাড়াও অনেক সময় নিজেদের যত্নের অভাবে চুলের উজ্জ্বলতা হারিয়ে যায়। নিম পাতা ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা ফিরে আসে।
কী ভাবে ব্যবহার করবেন-
২ চামচ নিম পাতা বাটার মধ্যে হালকা উষ্ণ ৪ চামচ নারকেল তেল, ১ চামচ লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এর পরে মাথায় ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন: চুলের উজ্জ্বলতা ফেরাতে জেনে নিন দইয়ের গুনাগুণ
৩। উকুন প্রতিরোধে
উকুন থেকে মুক্তি পেতে নিম পাতা ব্যবহার করুন। অনেক সময় উকুন মাথায় থাকলে চুলের উজ্জ্বলতা যেমন নষ্ট হয়ে যায়, আবার চুলের বৃদ্ধি কমে যায়।
কী ভাবে ব্যবহার করবেন
১২-১৫টি নিম পাতা নিয়ে নারকেল তেলের মধ্যে ফুটিয়ে নিন। এর পরে হালকা গরম থাকাকালীন অবস্থায় তেলটি মাথায় লাগান। সারা রাত মাথায় লাগিয়ে রাখুন। পরের দিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।