ওয়েবডেস্ক: বিভেদটা কিন্তু খুব সূক্ষ্ম! আর সে কথা ইশারিয়া খুব ভালো করেই জানে! গয়না যে ব্যক্তিত্বেরই আয়না- তা তো সর্বজনমান্য! কিন্তু সেই গয়নাই যদি মিরর পোলকি গোত্রের হয়, তবে তা কেমন আলো ছড়িয়ে দেয় ইশারায়, এ বার তার চূড়ান্ত রূপ দেখবে কলকাতা!

আরও পড়ুন: বিয়ের গয়না কেনার আগে দেখে নিন কী পরবেন? আর কেন পরবেন?
আসলে, মিরর পোলকি কাট, যাতে মুখ দেখতে পাওয়ার মতো হিরে, অন্যথায় কাচ বসিয়ে হাতে তৈরি করা হয় গয়না, তা নিয়ে শহরের কোয়েস্ট মলে এক কিয়স্ক খুলেছে বিখ্যাত আভরণ-সংস্থা ইশারিয়া- বিশেষ করে যাঁরা মিরর পোলকির জন্যই বিখ্যাত! সেও তো অনেক বছরের গল্প- ২০০৪ সাল থেকে এই গৌরব নিয়ে যাত্রা শুরু করেছিল সংস্থা, পায়ে পায়ে এই প্রথম সে এল কলকাতায়।

এমনটা নয় যে মিরর পোলকির কাজ শহরে সুলভ নয়! কিন্তু এ কিয়স্কের গয়নার ইশারা সাধ্যের দামেও; শুরু হচ্ছে ৩,০০০ টাকা থেকে, ১৮,০০০ টাকা পর্যন্ত আপাতত বিস্তার! প্রাচ্য-পাশ্চাত্য মিলিয়েই সেজেছে এর সম্ভার, যা আটপৌরে দিনকে লহমায় বদলে দিতে পারে উৎসবে!