আধুনিক সংসারে মাইক্রোওয়েভ ওভেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাজেট। কিন্তু মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার কী করে করা হবে, এত সব ঝক্কিঝামেলা পোয়ানোর কথা ভেবেই অনেকে ওভেন কিনতে চান না। আসুন দেখে নিই কীভাবে সহজেই পরিষ্কার করা যাবে মাইক্রোওয়েভ ওভেন।
ওভেন পরিষ্কার করার বিভিন্ন উপায়
ভিনিগার দিয়ে
একটি মাইক্রোওয়েভ-প্রুফ বাটি বা কাচের বড়ো মেজারিং কাপে ২ কাপ জল আর ২ চামচ ভিনিগার দিন। ভিনিগারের গন্ধ পছন্দ না হলে চাইলে এক ড্রপ নিজের পছন্দের এসেন্সিয়াল অয়েল মিশিয়ে দিন। এবার কন্টেনারভরতি মিশ্রণ মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে ওভেন অন করুন। হাই পাওয়ারে ওভেন অন রাখুন ৫ মিনিট। ধোঁয়া বেরোতে শুরু করলে অফ করে দিন মাইক্রোওয়েভ ওভেন। তবে তখনই কন্টেনার বের করবেন না। এভাবে রেখে দিন আরও মিনিটপনেরো। একটু ঠান্ডা হলে ওভেনের ভেতর শুকনো কাপড় বা তোয়ালে দিয়ে মুছে নিন। এর পরেও কোথাও দাগ থাকলে ভিনিগারের সলিউশনে স্পঞ্জ চুবিয়ে তা দিয়ে পরিষ্কার করুন ওভেন।
পাতিলেবু দিয়ে
একটা গোটা পাতিলেবু নিন। একটু চটকে নিন সেটা। এবার পাতিলেবুটি দুভাগে কেটে নিন। মাইক্রোওয়েভ-প্রুফ বাটি বা কাচের বড়ো মেজারিং কাপে এক কাপ জল দিন। একটা পাতিলেবুর টুকরো চেপে চেপে রস বের করে জলের মধ্যে মেশান। এর মধ্যে লেবুর বাকি টুকরোও দিয়ে দিন। ওভেনের মধ্যে কন্টেনারটি রেখে দিয়ে অন করুন। হাই ফ্লেমে ৫-১০ মিনিট রেখে দিন। বন্ধ করার পরও আরও ৫ মিনিট রেখে দিন। মাইক্রোওয়েভের দরজা খুলে ধীরে ধীরে পাত্রটি বের করে আনুন। শুকনো কাপড় দিয়ে ওভেনের ভেতর ভালো করে মুছে নিন।
সাবান দিয়ে
১) এক বাটি গরমজলে বাসন মাজার লিকুইড সাবান মেশান। ফেনা বেরোলে তাতে স্পঞ্জ চুবিয়ে নিন। এবার স্পঞ্জ দিয়ে মাইক্রোওয়েভ ওভেনের ভেতর পরিষ্কার করুন ঘষে ঘষে। ফেনা মুছতে জলে ভেজানো ভিজে পেপার টাওয়েল দিয়ে মুছে নিন। পুরো ভেতরটা ফের শুকনো পেপার টাওয়েল দিয়ে মুছে নিন।
২) একটা মাইক্রোওয়েভ-প্রুফ পাত্রে গরমজলে বাসন মাজার লিকুইড সাবান মেশান। চাইলে এক চিমটে বেকিং সোডাও দিতে পারেন। এবার হাই ফ্লেমে মাইক্রোওয়েভ ওভেন চালান ৫-১০ মিনিট। ওভেন বন্ধ করার পরও আরও ৫ মিনিট রেখে দিন। পাত্রটি বের করে আনুন। ভেজা স্পঞ্জ দিয়ে মাইক্রোওয়েভ ওভেনের ভেতর পরিষ্কার করুন। পেপার টাওয়েল ব্যবহার করে শুকনো করে নিন।
জানলা পরিষ্কার করার ক্লিনার দিয়ে
জানলা পরিষ্কার করার ক্লিনারের মধ্যে অ্যামোনিয়া থাকে তাই অন্য কোনো ক্লিনার মেশাবেন না। একটা মাইক্রোওয়েভ-প্রুফ পাত্রে ক্লিনার কিছুটা স্প্রে করুন। এর মধ্যে এককাপ জল দিন। মাইক্রোওয়েভ ওভেনের ভেতরেও স্প্রে করুন। তার পর জলভরা পাত্র ওভেনের ভেতরে দিয়ে অন করুন। হাই পাওয়ারে ওভেন ৫ মিনিট রেখে দিন। বন্ধ করার পরও আরও ৫ মিনিট রেখে দিন ওভেন। পাত্রটি বের করে আনুন। প্রথমে ভেজা পরে শুকনো কাপড় বা তোয়ালে দিয়ে মুছে নিন।
অবশিষ্ট খাবারের টুকরো কীভাবে পরিষ্কার করবেন
অবশিষ্ট খাবারের টুকরো পরিষ্কার না করলে মাইক্রোওয়েভের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ায়। এটা দূর করতে একটা মাইক্রোওয়েভ-প্রুফ পাত্রে এককাপ জলে একটুকরো পাতি বা কমলালেবু চেপে রস নিংড়ে ফেলে দিন। এছাড়া জলভরতি মাইক্রোওয়েভ-প্রুফ পাত্রে লেবুর বদলে কয়েকচামচ হোয়াইট বা অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে দিন। ওভেনের ভেতর পাত্রটি রেখে অন করুন। হাই পাওয়ারে কয়েক মিনিট রেখে দিন। ওভেন বন্ধ করার পর ৫ মিনিট রেখে দিন। ঠান্ডা হওয়ার পর স্পঞ্জ দিয়ে মাইক্রোওয়েভ ওভেনের ভেতর পরিষ্কার করে নিন।
তেল চিটচিটে ওভেনের দরজা কীভাবে পরিষ্কার করবেন
জলে এক চিমটে বেকিং সোডা মেশানো মিশ্রণে স্পঞ্জ চুবিয়ে তা দিয়ে ঘষুন ওভেনের দরজা। অথবা আধাআধি ভাগে ভিনিগার আর জল মিশিয়ে তা দিয়ে মিশ্রণ তৈরি করেও তা দিয়ে ঘষতে পারেন।
আরও পড়ুন
অ্যাকোয়ারিয়ামে মাছ রাখলেই হয় না, নিয়মিত মাছের যত্ন করতে হয়