ওয়েবডেস্ক : কাস্টমাইজড জিনিস কেনার চল বেড়েছে। কফি মগ, র্ট-শার্ট, মোবাইল কভার ইত্যাদিতে লাগানো ছবি বা ডিজাইন কাস্টমাইজড করে নিতে চাইছেন অনেকেই। এই ভালো লাগার পিছনে যুক্তি একটা রয়েছে। যে টি-শার্টটি পরছেন তাতে অন্যের ছবি বা লেখা থাকবে কেন? তার চেয়ে নিজের বা নিজের প্রিয়জনের ছবি থাক। এর মধ্যে একটা অন্য ভালো লাগা থাকে।
নতুন বছর আসছে। বাড়িতে টেবিলে বা দেওয়ালে অনেকেই ক্যাল্ডেন্ডার রাখেন। সেই ক্যালেন্ডারে বারোটা মাসের ছবিতে যদি থাকে আপনার পরিবারের কোনো মুহূর্তের ছবি তবে মন্দ হয় না। চাহিদার কথা মাথায় রেখে অনলাইন বিক্রেতা সংস্থাগুলি কাস্টমাইজড জিনিস রাখতে শুরু করেছে। আমাজনে আপনি পেয়ে যাবেন কাস্টমাইজড নতুন বছরের ক্যালেন্ডার। সেই রকম কয়েকটি ক্যালেন্ডারের তালিকা দিলাম আপনাদের সুবিধার জন্য। যে সময় এই প্রতিবেদনটি লেখা হয়েছে দাম সেই সময়কার। তখনও ক্যাল্ডেন্ডারগুলি স্টকে ছিল।