ঘণ্টার পর ঘণ্টা স্মার্টফোনে সময় কাটাচ্ছেন? সমীক্ষা রিপোর্টে উঠে এল বিপজ্জনক তথ্য

0

নয়াদিল্লি: স্মার্টফোনের ব্যবহার এখন অনেক কিছুই সহজ করে দিয়েছে। বার্তা আদানপ্রদানের বাইরে আর্থিক লেনদেন থেকে বিনোদন, যাবতীয় চাহিদা পূরণ করে দেয় এই স্মার্টফোন। তবে এর অতিরিক্ত ব্যবহার যে কতটা বিপজ্জনক, সে সবই উঠে এসেছে সাম্প্রতিক সমীক্ষায়।

সমীক্ষকরা বলছেন, জানেন কি, অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার আপনাকে ক্রমশ নিজের সন্তানের থেকে দূরে সরিয়ে দিচ্ছে? ইমপ্যাক্ট অব স্মার্টফোন অন হিউম্যান রিলেশনশিপ ২০২১ শীর্ষক এক রিপোর্ট বলা হয়েছে, আপনার অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার শিশুর মানসিক অবস্থার উপর খারাপ প্রভাব ফেলছে।

রিপোর্টের সাত-সতের

net speed

*সমীক্ষায় অংশগ্রহণকারী ৬৬ শতাংশ জানিয়েছে, যে সময়টা নিজেদের শিশুর জন্য দেওয়া উচিত, সে সময় তারা স্মার্টফোনে ব্যস্ত থাকে।

*৭৪ শতাংশ জানিয়েছে, স্মার্টফোনে ব্যস্ত থাকায় সন্তানের প্রশ্নের উত্তর দিতে পারে না।

*৭৪ শতাংশ মনে করে, স্মার্টফোনের কারণে নিজের শিশুর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে।

*৭৫ শতাংশ মেনে নিয়েছে, স্মার্টফোনের কারণে নিজের সন্তানের প্রতি তারা সতর্ক থাকতে পারে না।

*৬৯ শতাংশ জানিয়েছে, স্মার্টফোনের কারণে তারা শিশুর প্রতি সঠিক ভাবে মনোযোগ দিতে পারে না।

*৯০ শতাংশ অভিভাবক মনে করেন, স্মার্টফোন ব্যবহার করার কারণে শিশুরা আক্রমণাত্মক হয়ে উঠছে।

*৮৫ শতাংশ মনে করে, স্মার্টফোনের ব্যবহারে শিশুরা সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

*কোভিড মহামারির সময় ভারতীয়রা গড়ে ৬.৫ ঘণ্টা স্মার্টফোনে ব্যয় করেছেন। যা আগের থেকে ৩২ শতাংশ বেশি।

*তবে ৮০ শতাংশ এমনটাও মনে করে যে, স্মার্টফোনের দৌলতে তারা প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম। এটা তাদের জীবনযাত্রার মান উন্নত করে।

*এদের মধ্যে খাওয়ার সময় ৭০ শতাংশ, অবসর সময়ে ৭২ শতাংশ এবং পরিবারের সঙ্গে থাকাকালীন ৭৫ শতাংশ অংশগ্রহণকারী স্মার্টফোন ব্যবহার করে।

গত মাসে প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্টে বলা হয়েছিল, ভারতে ইন্টারনেট ডেটার দাম পৃথিবীর অন‍্যান‍্য দেশের তুলনায় সবচেয়ে সস্তা। ফলে নির্বিচারে ডেটা ব্যবহার করছেন ভারতীয়রা! বিস্তারিত পড়ুন এখানে ক্লিক করে: ভারতে আটার থেকে সস্তা ডেটা! মোবাইলে সময় নষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ভারতীয়রা: রিপোর্ট

বিজ্ঞাপন