আজকালকার কর্মব্যস্ত জীবনে সঠিক সঙ্গী বা সঙ্গিনী পাওয়াটা অনেকটা ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে শপিং করার মতো হয়ে গিয়েছে। অনলাইনে কেনাকাটা করার সময় আমরা যেমন বিভিন্ন পণ্যের বিষয় নিখুঁত ভাবে সব তথ্য খুঁজি। তেমনই অনলাইনে ম্যাট্রিমনিয়াল সাইট হোক কিংবা ডেটিং সাইটে সেখানেও এক একটা প্রোফাইল খুঁজে বেড়াই পারফেক্ট পার্টনার। ‘পহেলে দর্শনধারী ফির গুণ বিচারী’ আপ্তবাক্য মেনে এখন বেশির ভাগ মানুষই চকমকে ঝকঝকে প্রোফাইলের মানুষকেই পার্টনার হিসাবে বেছে নিচ্ছেন। এই প্রবণতাকে মনোবিশারদরা বর্ণনা করেছেন ‘রিলেশনশিপ শপিং’ নামে।
আপনি কি ‘রিলেশনশিপ শপিং’-এ আক্রান্ত? কী করে বুঝবেন?
(১) ‘রিলেশনশিপ শপিং’-এ আক্রান্ত হলে বর্তমান সম্পর্কে জড়িয়ে থাকলেও কেউ পুরোপুরি ভাবে তাতে কমিটেড বা দায়বদ্ধ থাকেন না। মনের মধ্যে সব সময় আরও বেটার বা আরও ভালো কারওকে পেলে ভালো হত, এই মনোভাব গড়ে ওঠে। সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে প্রকৃত বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে না। সবই ওপর-ওপর হয়। তালমিল থাকে না। মানসিক কোনো যোগসূত্র তৈরি হয় না।
(২) আদর্শ সঙ্গী বা সঙ্গিনীর খোঁজে অন্তহীন চেকলিস্ট থাকে। কোনো ক্রাইটেরিয়া না মিললেই সেই ব্যক্তিকে ছুড়ে ফেলে দিতে এক মিনিটও সময় লাগে না।
(৩) কোনো একজন মানুষে সন্তুষ্ট নন। কমিটেড রিলেশনশিপ বা সম্পর্কের দায়বদ্ধতা নিয়ে চিন্তিত নন। অনেকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে আগ্রহী। (৪) পার্টনার সম্পর্কে অবাস্তব চাহিদা থাকে। পার্টনার সম্পর্কে মনের মধ্যে পারফেক্ট ছবি থাকে। সেই অনুযায়ী স্বপ্নের সঙ্গী বা সঙ্গিনীর খোঁজ চালিয়ে যান নিরন্তর।