ওয়েবডেস্ক : বয়স ধরে রাখতে কে না চায়, বলুন? কিন্তু তা আর হয় কোথায়? আজকালকার ব্যস্ততম সময়ে দাঁড়িয়ে রাতের ঘুমটুকু নিয়ম মেনে আট ঘণ্টা হয় না। তায় আবার রূপ চর্চা! এই সব নিয়মমাফিক হবে তবে তো বয়স থেমে থাকবে। এ কি আর সহজ কথা? কিন্তু শত ব্যস্ততাতেও জাপানি মহিলাদের সৌন্দর্য বিশ্বে বিস্ময়ের বিষয়। প্রত্যেকেই তারুণ্যে উজ্জ্বল।
তবে অন্যরা বয়স ধরে রাখার জন্য প্যাক ব্যবহার করেন অনেকেই। তাতে কেউ কেউ ফলও পান। তবে হাজারও উপায়ের মধ্যে একটি উপায় হল আজ যে প্যাকটির কথা বলতে চলেছি সেটি। এই প্যাকটি ব্যবহার করে থাকেন জাপানি মহিলারা। এটি কিন্তু খুবই অসাধারণ ও অপ্রচলিত একটি উপায়। তবে নিয়ম মেনে ঠিক ভাবে করতে পারলে ফল হবে অব্যর্থ।
প্যাকটি হল ভাত দিয়ে। এখন দেখব প্যাকটি বানাতে কী কী লাগবে –
তিন চামচ সেদ্ধ ভাত
এক চামচ মধু
এক চামচ গরম দুধ
ভাতের মাড় বা ফ্যান
এ বার দেখব প্যাকটি বানানোর পদ্ধতি –
পরিমাণ মতো ভাত নিয়ে তা ঠাণ্ডা জলে ধুয়ে নিয়ে তা ভালো করে চটকে নিতে হবে। এর মধ্যে পরের উপকরণ গরম দুধ ও মধুটি মিশিয়ে নিতে হবে। প্যাক তৈরি।
প্যাকটি মুখে ৬০ মিনিট লাগিয়ে রাখতে হবে। এর পর মুখটা শুকিয়ে এলে ভাতের মাড় দিয়েই মুখ ধুতে হবে।
এই পদ্ধতি সপ্তাহে কম করে একবার করতে হবে নিয়ম মেনে।
সূত্র – হেলদিফুঢাউজ.কম
আরও পড়ুন – শীত আসছে, ত্বকের যত্নে গ্লিসারিনের ১০টি উপকারিতা
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।