টাটার অধীনস্থ ভারতের বৃহত্তম গয়নার ব্র্যান্ড তনিশ্ক্ তাদের নতুন পুজোর কালেকশন ‘আলো’ উন্মোচন করল। ঈশ্বরীয় আলোর প্রতীক হিসেবে বাংলার ঐশানিদের অবিচল শক্তি এবং দীপ্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই নতুন কালেকশন। এই কালেকশন মা দুর্গার ঐশ্বরিক আভাকে উদযাপন করে এবং বাংলার কারিগরদের সূক্ষ্ম শিল্পকলার প্রতি সম্মান জানায়।
কলকাতার তাল কুটিরে এক বিশেষ অনুষ্ঠানে অভিনেত্রী মিমি চক্রবর্তী উন্মোচন করলেন এই কালেকশনটি। দক্ষ হাতে গড়া গয়নাগুলোর মাধ্যমে উৎসবের সৌন্দর্যকে প্রকাশ করবে। ‘আলো’ কালেকশনে চালচিত্র, জালি, নৌকা এবং পালকির মতো বাংলার ঐতিহ্যবাহী মোটিফগুলোর সুনিপুণ প্রয়োগ রয়েছে। তনিশ্ক্-এর এই কালেকশনটি বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্পের নিখুঁত প্রতিফলন, যা থোকাই নকশি, ডাই-স্ট্যাম্পিং এবং মাইক্রো ফিলিগ্রি সহ প্রাচীন কৌশলগুলোকে তুলে ধরে।
এই কালেকশনে রয়েছে সোনার হার সেট, সীতাহার, বালা এবং মাফ চেইনের মতো অনবদ্য গয়নার সংগ্রহ, যা বাংলার অতুলনীয় কারুশিল্পের প্রতি সম্মান জানায়। পুজোর উৎসব উপলক্ষে তনিশ্ক্ দিচ্ছে সোনার গয়নার গ্রামে প্রতি সর্বাধিক ৪৭৫ টাকা পর্যন্ত ছাড় এবং হিরের গয়নার দামে ২০% পর্যন্ত ছাড়। এছাড়া, পুরনো সোনার সম্পূর্ণ বিনিময় মূল্যও থাকছে।
তনিশ্ক্-এর রিজিওনাল বিজনেস হেড শ্রী সোমপ্রভ সিংহ বলেন, “আলো, দুর্গাপূজার উষ্ণতা ও চেতনার প্রতিনিধিত্ব করে। বাংলার ঐতিহ্যবাহী মোটিফ এবং শিল্পকলার দ্বারা অনুপ্রাণিত এই কালেকশনটি বাঙালি নারীর শক্তি এবং দীপ্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।”
এই কালেকশন প্রসঙ্গে মিস মিমি চক্রবর্তী বলেন, “তনিশ্ক্-এর ‘আলো’ কালেকশনটি ঈশ্বরের আশীর্বাদকে নিখুঁতভাবে প্রকাশ করে এবং বাংলার জীবন্ত সংস্কৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে।”