নিজস্ব সংবাদদাতা, কলকাতা : চলছে শীতের মরশুম। পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ঢল। ৫ থেকে ১৪ জানুয়ারি তেমনই এক মন মাতানো অনুষ্ঠানে পাড়াকে মাতিয়ে রাখল ৯৫ পল্লির যোধপুর পার্ক উৎসব। অনুষ্ঠানে ছিল নানান স্বাদের অয়োজন। ছোটোদের বসে আঁকো প্রতিযোগিতা থেকে, যোগাসনের অনুষ্ঠান, সঙ্গে পাড়ার মহিলাদের রান্নার প্রতিযোগিতা। আবার আবৃত্তি গান নাচ। এখানেই থেমে থাকেনি অনুষ্ঠান সূচি। প্রতিদিন সন্ধ্যায় ছিল বিভিন্ন নামী শিল্পীদের নাচ, গান ফ্যাশন শো-সহ আরও অনেক কিছুই।
বসে আঁকো প্রতিযোগিতায় খুদেরা।
প্রতিযোগিতায় রান্না করতে ব্যস্ত পাড়ার বৌদিরা।
কেয়া শেঠের ডিজাইনার পোশাকে ফ্যাশন শো।
মঞ্চ কাঁপিয়ে জিত গঙ্গোপাধ্যায়ের গান।
নৃত্যের তালে তালে ঋতুপর্ণা ব্যালেট্রুপ।
গানের ভেলায় পাল তুলেছেন মিস জোজো।
দর্শক শ্রোতাদের মাতিয়ে রেখেছেন লোপামুদ্রা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নচিকেতা, মনোময়, রেহওয়ানা চৌধুরি বন্যা, রূপম ইস্লাম, জুবিন গর্গ-সহ অনেকেই।