tala amra kojan,kolkata footbal

কলকাতা: উত্তর কলকাতার শ্রীশ চৌধুরী লেনের পরিচিত ক্লাব টালা আমরা ক’জনের উদ্যোগে আয়োজিত হল অল বেঙ্গল ডে অ্যান্ড নাইট ফুটবল টুর্নামেন্ট। সংঘের নিজস্ব মাঠেই ৫-৭ জানুয়ারি আয়োজিত হয় এই ফুটবল প্রতিযোগিতা।

দশম বর্ষের এই টুর্নামেন্টে পাঁচ জন খেলোয়াড় সম্বলিত ১৬টি দল অংশ নেয়। সংঘের সম্পাদক রবি মণ্ডল জানান, এ বারের টুর্নামেন্টটি প্রয়াত শ্রীকেশ ঝাওয়ারের স্মৃতির উদ্দেশে আয়োজিত হয়েছে।

সংঘের আর এক পদাধিকারী অমর ঘোষ বলেন, ‘আমাদের এই ফুটবল টুর্নামেন্ট উৎসবের মতোই। যেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হন এবং নিজের সাধ্য মতো টুর্নামেন্টটিকে সাফল্য দিতে সহযোগিতা করেন।’

খেলোয়াড় ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট ফুটবলার সনি নর্দে। সংঘের সভাপতি নবরতন ঝাওয়ার বলেন, সারা বছর ধরেই টালা আমরা ক’জন বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তবে এই ফুটবল টুর্নামেন্ট স্থানীয় মানুষের কাছে আলাদা আকর্ষণ সৃষ্টি করে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here