Hero MotoCorp Xtreme 200

ওয়েবডেস্ক: বিশ্বের বৃহত্তম মোটর বাইক নির্মাতা সংস্থা হিরো মোটোকর্প এ মাসেই বাজারে নিয়ে আসছে ২০০ সিসির নতুন এক্সট্রিম। এ কথা চাউর হয়ে গিয়েছিল গত বছরই। কিন্তু জানানো হয়নি দিনক্ষণ। এ বার জানা গেল, সম্ভবত আগামী ৩০ জানুয়ারি দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ ঘটবে ওই নতুন মডেলের।

তবে সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি। কিন্তু ইঙ্গিত মিলেছে যাবতীয়। সংস্থা শুধু জানিয়েছে, হিরোর নতুন এক্সট্রিম ২০১৮-র অটো এক্সপো-য় প্রদর্শিত হবে। যা শুরু হতে চলেছে আগামী ৭ ফেব্রুয়ারি। আবার ৩০ জানুয়ারি নতুন একটি প্রিমিয়াম বাইকের বিষয়ে সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করেছে সংস্থা। ফলে দুইয়ে-দুইয়ে চার করলে যা দাঁড়ায়, তা হল ওই দিনই এক্সট্রিম২০০ নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটতে চলেছে।

দু’বছর আগে এক্সট্রিম২০০এস-এর প্রদর্শন হয়েছিল ২০১৬-র অটো এক্সপো-য়। সে বার এক্সএফ৩আর স্ট্রিট ফাইটার-সহ আরও বেশ কয়েকটি বাইকের প্রদর্শন করেছিল হিরো মোটোকর্প। কী থাকছে নতুন এই এক্সট্রিম২০০-য়?

২০০ সিসির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট। সিঙ্গল সিলিন্ডার। শীততাপ নিয়ন্ত্রিত এই ইঞ্জিন হয়তো দৌড়তে পারে টিভিএস অ্যাপাচে আরটিআর২০০-র সঙ্গে। যা ইতিমধ্যেই বাজারে জাঁকিয়ে বসেছে। মাইলেজ ৩০ কিমি প্রতি লিটার। ক্ষমতা ১৮.৩৬ পিএস @৮৫০০ আরপিএম। এবং গিয়ারের সংখ্যা পাঁচটি। আর দাম?

সংস্থা মুখ খোলেনি। তবে অটো এক্সপার্টদের ধারণা, এর দাম থাকবে ৯০ হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যেই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here