cb500x adventure bike

ওয়েবডেস্ক : সম্প্রতি ভারতের বাজারে হন্ডা মোটর এনেছে সিবিআর৬৫০এফ বাইক। তবে এবার এই বাইক নির্মাতা সংস্থাটি আনতে চলছে সিবি৫০০এক্স অ্যাডভেঞ্চার ট্যুর বাইক। যারা বাইকে অ্যাডভেঞ্চার ট্যুরে আগ্রহী তাদের জন্য এই একেবারে উপযুক্ত বলে মনে করছে বাইক বিশেষজ্ঞরা।

কবে এই বাইক ভারতের বাজারে আনবে হন্ডা তার দিনক্ষণ এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে মাস কয়েকের মধ্যে এটি বাজারে আসবে।

সিবি৫০০এক্স বাইকটির কয়েকটি বিশেষত্ব কী?

এই অ্যাডভেঞ্চার বাইকটির স্টিল ডায়মন্ড-টিউব কাঠামো এবং ৮ ভালবের ডিওএইচসি সমান্তরাল ইঞ্জিন। জোড়া পজিশন আলোর সঙ্গে একটি সম্পূর্ণ এলইডি হেডলাইট। জোরালো বাতাস আটকানোর জন্য উইন্ড স্ক্রিনের দৈর্ঘ্য ১০০মিলিমিটার বাড়ানো হয়েছে।

রয়েছে আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য। এই বাইকের টায়ার, ১৭ ইঞ্চি রিম  ১২০/৭০ সামনে এবং ১৬০/৬০ পিছনে।

মনে করা হচ্ছে ২০১৮-র অটো এক্সপোতে সিবি৫০০এক্সকে লঞ্চ করবে হন্ডা। গাড়িটির দাম হতে পারে সাড়ে পাচ লাখ টাকা থেকে সাত লাখ টাকার মধ্যে।

সূত্র: ওভারড্রাইভ

ছবি: হন্ডা

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here