Kawasaki vulcan s

ওয়েবডেস্ক: নতুন বছরের দোরগড়ায় দাঁড়িয়ে বাইকপ্রেমীদের জন্য একের পর এক সুখবর নিয়ে আসছে বাইক নির্মাতারা। থেমে থাকছে না ইন্ডিয়ান কাওয়াসাকি মোটর্সও। জাপানের সুবিখ্যাত কাওসাকির ভারতীয় শাখা আগামী বছরের প্রথম মাসেই বাজারে ছাড়ছে তাদের হালকা ওজনের ভলকান এস।

নিনজা ৬৫০-এর আন্ডারপিনিংয়ের সঙ্গেই ভলকান এস-এ থাকছে দু’টি সিলিন্ডার ফোর স্ট্রোক, ডিওএইচসি, লিক্যুয়েড কুলিং ইঞ্জিন। ৬৪৯ সিসির এই বাইক যে যুব ক্রেতা মহলে যথেষ্ট সমাদৃত হয়ে উঠবে সে বিষয়ে আশাবাদী সংস্থা।

ভলকান এস-এর সামনে থাকছে রাইন্ড হেড ল্যাম্প, যা এক দিকে যেমন লুকসে এনেছে ব্যতিক্রমী ছোঁয়া। আবার এর লো স্লাং আসনও বাইকের চেহারায় এনেছে ক্লাসিক দৃষ্টিভঙ্গী।

সংস্থা জানিয়েছে, জানুয়ারির শেষ সপ্তাহ নাগাদ বাজারে মিলবে ভলকান এস। দাম নির্ধারণ করা হয়েছে ছ’লক্ষ টাকা (এক্স শোরুম)। হার্লে ডেভিডসন স্ট্রিট ৭৫০ এবং রয়্যাল এনফিল্ড ৬৫০-এর প্রতিদ্বন্দিতায় নামতে চলেছে কাওয়াসাকি ভলকান এস ৬৫০।

হ্যাঁ, মনে রাখবেন-কেনার সময় ডিলারের কাছ থেকে শিট, ফুটপেগ এবং হ্যান্ডেলবার বিনা মূল্যে নিতে ভুলবেন না!

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here