hero motocorp

ওয়েবডেস্ক: এখন মোটর বাইক কেনার আগে অবশ্যই মাথায় রাখতে হয় পেট্রোলের দাম। তবে যাঁরা নিজেদের কাজের সুবিধার্থে অথবা শখ মেটানোর তাগিদে বাইক কেনার জন্য স্বপ্ন দেখেন তাঁদের এই পেট্রোলের মূল্যবৃদ্ধি ঠেকিয়ে রাখতে পারে না। রাস্তা তো বটেই, বিভিন্ন বাইক নির্মাতা সংস্থার বিক্রির পরিসংখ্যান সে কথাই প্রমাণ করে।

তবে বাইক কেনার সময় যদি মাথায় রাখা যায় তার দাম-সহ অন্যান্য সুয়োগ সুবিধাগুলির কথা, তা হলে জ্বালানির সাশ্রয় অনেক ক্ষেত্রে সম্ভব হয়। এখন দেখে নেওয়া যাক হিরো মোটর্সের তেমনই কয়েকটি বাইকের বিবরণ, যেগুলির এক্স শোরুম প্রাইস ৬০ হাজার টাকার মধ্যেই।

heromotocorp

সম্পূর্ণ ফিচার:

স্পেসিপিকেশন হিরো স্পেলন্ডর + হিরো সুপার স্পেলন্ডর হিরো স্পেলন্ডর প্লাস আই৩এস হিরো স্পেলন্ডর প্রো
ইঞ্জিন ৯৭.২ সিসি ১২৪.৭ সিসি ১০৯.১৫ সিসি ৯৭.২ সিসি
পাওয়ার ৮.২৪ এইচপি @৮০০০আরপিএম ১১ এইচপি @৭৫০০আরপিএম ৯.৩৮ এইচপি @৭৫০০আরপিএম ৮.২৪ এইচপি @৮০০০আরপিএম
টর্ক ৮.০৫ এমএম @৫০০০আরপিএম ১১ এমএম @৬৫০০আরপিএম ৯ এমএম @৫৫০০আরপিএম ৮.০৫ এমএম @৫০০০আরপিএম
ট্রান্সমিশন ৪ গতির ৪ গতির ৪ গতির ৪ গতির
দাম(এক্স শোরুম) দাম-৫১,০০০ দাম-৫৭,৭০০ দাম-৫৫,৮৩৭ দাম-৫১,৪৭৯

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here