Motor Bike 2018

ওয়েবডেস্ক: কাওয়াসাকি নিঞ্জা ৩০০-এর জায়গা নিতে চলেছে নিঞ্জা ৪০০। ৩৯৯ সিসির এই বাইক আত্মপ্রকাশ করবে এ বছরের অটো এক্সপ্রো-তে। ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট বাড়লেও আগের থেকে ওজন কমছে প্রায় ছয় কেজি। অবধারিত ভাবে দাম বাড়ছে। আশা করা হচ্ছে প্রারম্ভিক মূল্য হতে পারে চার লক্ষ টাকার আশেপাশে।

 Kawasaki Ninja 400

বাজাজ ক্রেটস ৪০০-ও পিছিয়ে থাকছে না। ৩৭৩.২ সিসি, ছয় গিয়ারের এই স্পোর্টস বাইক তালিকার নয়া সংযোজন। স্পিডোমিটার, টেকনোমিটার, ট্রিপমিটার, ওডোমিটার এবং ক্লক-সব কিছুই ডিজিটাল। দাম পড়বে সাধ্যের মধ্যে, দু’লক্ষ টাকার কাছাকাছি। বকিদের বিবরণ দেখে নেওয়া যাক নীচের তালিকায়।

 

মডেলের নাম ডিসপ্লেসমেন্ট ট্রান্সমিশান দাম
 রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৩১৩ সিসি ৫-স্পিড ১৬৫৩৩১ টাকা
কাওয়াসাকি নিঞ্জা ৪০০ ৩৯৯ সিসি ৬-স্পিড
ইয়ামাহা ওয়াইজেড আর৩ বিএস৪ ৩২১ সিসি ৬-স্পিড ৩২৬২৮০ টাকা
কেটিএম আরসি ৩৯০ ৩৭৩ সিসি ৬-স্পিড ২৩৫৭৩৫ টাকা
বেনেল্লি টিআরকে ৫০২ ৩০০ সিসি ৬-স্পিড ৩৪৮০০০ টাকা
বিএমডব্লুউ জি ৩১০ জিএস ৩১৩ সিসি ৬-স্পিড
টিভিএস অ্যাপাচে আরআর ৩১০ ৩১২ সিসি ৬-স্পিড ২০০৫০০টাকা
  • দাম উল্লেখ করা হয়েছে দিল্লিতে এক্স শোরুম প্রাইসের উপর ভিত্তি করে। ক্রেতা যেন অন- রোড প্রাইসের সঙ্গে এটিকে মেলাবেন না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here