Hero X-Pulse

অটোডেস্ক: হিরো মটোকর্প বাজারে নিয়ে আসছে বহুপ্রতীক্ষিত এক্সপাল্‌স মডেল। ইআইসিএমএ-র ২০১৭-র প্রদর্শনীতে প্রথম প্রকাশ ঘটেছিল এই বাইকের। সংস্থা আশা করছে, চলতে বছরের ডিসেম্বরেই বাজারে ছাড়বে এই প্রিমিয়াম বাইক।

এই মুহূর্তে গুরুগাঁও-ভিত্তিক হিরো মনোনিবেশ করেছে এক্সট্রিম ২০০ বাইকে। তারই সঙ্গে রয়েছে ডুয়েট ১২৫ এবং মায়েস্ত্রো এজ ১২৫ নামের দু’টি স্কুটার। ফলে যাবতীয় কার্যকলাপ এখন এই তিনটি মডেলকে ঘিরে রয়েছে। এগুলি বাজারে ছাড়ার পরই জোরকদমে শুরু হবে এক্সপাল্‌স নিয়ে তোড়জোড়।

দেখে নেওয়া যাক এক্সপাল্‌সের সংক্ষিপ্ত ফিচার-

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট.: ২০০ সিসি
ক্ষমতা: ১৮.৪ পিএস
মাইলেজ: জানা যায়নি
গিয়ারের সংখ্যা: ৫ গিয়ার
ফুয়েল সিস্টেম: ফুয়েল ইনজেকশন
এবিএস: ডুয়াল চ্যানেল
হেড ল্যাম্প: এলইডি
চাকার ধরন: স্পোক
টায়ারের ধরন: টিউবলেস
সাধারণ ওয়ারেন্টি (বছর): জানা যায়নি

 

দামের ব্যাপারে সংস্থার তরফে এখনও পর্যন্ত তেমন কোনো ঘোষণা করা হয়নি। তবে বাইক-বিশেষজ্ঞরা দাবি করছেন, এর দাম শুরু হতে পারে ১.১ লক্ষ টাকার মধ্যেই। ভিডিওয় দেখে নিন হিরো এক্সপাল্‌সের চলার ধরন-


আরও পড়ুন: বাজারে এসেই ১ লক্ষের উপর বিক্রি হয়ে গেল টিভিএসের জেনারেশন-জেড স্কুটার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন