2019 Bajaj Pulsar 150

অটোডেস্ক: নতুন ২০১৯ পালসার বাজারে ছেড়ে দিল বাজাজ অটো। আনুষ্ঠানিক আত্মপ্রকাশ মঞ্চে সংস্থার প্রেসিডেন্ট (মোটর সাইকেল) এরিক ভাস বলেন, বিগত ১৭ বছর ধরে ভারতের বাজারে পালসারের একাধিক মডেল এক নম্বর স্পোর্টস বাইকের জায়গা দখল করে রয়েছে। নতুন এই পালসার ১৫০ নিওন সেই তালিকায় নবতম সংযোজন।

2019 Bajaj Pulsar 150

সংস্থা জানাচ্ছে, নতুন এই নিওন কালেকশন বাইকের রং-সহ আনুষঙ্গিক বহিরঙ্গে এসেছে চমকদার পরিবর্তন। কালো রঙের উপর পড়েছে নিওনের গ্রাফিক্স। নিওন রেড, নিওন ইয়লো সঙ্গে ব্ল্যাক মেট পুরোপুরি বদলে দিয়েছে বাইকের রূপ। তারই সঙ্গে রয়েছে হোন্ডা সিবি ইউনিকর্ন ১৫০, হিরো অ্যাচিভার ১৫০ অথবা ইয়ামাহা এসজেড আরআরের সঙ্গে সমানে পাল্লা দেওয়া ফিচার্স।

2019 Bajaj Pulsar 150

নতুন এই পালসার ১৫০ নিওনের দাম ৬৪,৯৯৮ টাকা (দিল্লিতে এক্স-শোরুম)।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here