ওয়েবডেস্ক: লম্বায় ১৩ ফুট। ওজনে ৪৫০ কেজি। তৈরি করতে খরচ হয়েছে সাড়ে সাত লক্ষ টাকা। বাইকটিতে রয়েছে ৬ ফুট লম্বা ফর্ক এবং সাইলেন্সার্স। ধারণা করা হচ্ছে, সারা বিশ্বে এর থেকে লম্বা মোটর বাইক আর নেই।
তৈরি করেছেন ২৯ বছরের বেঙ্গালুরুর এক ইন্টিরিয়র ডিজাইনার যুবক। নাম জাকির খান। বাইকটি তৈরির মুহূর্তগুলিও তিনি ক্যামেরাবন্দি করে রেখেছেন। বাইকটি ২০০ সিসির। গতি ঘণ্টায় ১২০ কিমি। প্রায় ৪৫ দিন সময় রেখেছে বাইকটি তৈরি করতে। এমনটাই জানিয়েছে জাকির। নগরভাবিতে নিজের বাড়িতেই তিনি তৈরি করেছেন এই বাইক।