a scene from 'patar banshi'
'পাতার বাঁশি' নাটকের একটি দৃশ্য। নিজস্ব চিত্র।
smita das
স্মিতা দাস

অনুষ্ঠিত হয়ে গেল বালার্ক গ্রুপ থিয়েটারের আয়োজনে দুই পর্বের পূর্ণাঙ্গ নাট্য উৎসবের প্রথম পর্ব। ষষ্ঠতম বর্ষে এসে নাট্যোৎসবের আয়োজন করেছে বালার্ক। নাট্যোৎসবটি আয়োজন করা হয়েছে নিমতার সংগঠনী নাট্য মঞ্চে। রবিবার প্রথম পর্বের দ্বিতীয় দিনে অনুষ্ঠান সূচির মধ্যে ছিল থিয়ে-সেমিনার। বিষয়, থিয়েটারে লাইভ মিউজিকের ব্যবহার ও সম্ভাবনা। প্রথম ভাগের পরই ছিল নাট্যোৎসবের পর পর তিনটি নাটক। স্বল্প পরিসরের মধ্যে হলেও নাটকগুলি যে উপস্থাপনাগুণে দর্শকদের কাছে বেশ মনোজ্ঞ হয়ে উঠেছে তা প্রমাণ করছিল দর্শকের ঠাসাঠাসি ভিড় আর তাদের করতালির শব্দ। বলে রাখা ভালো বালার্ক আয়োজিত এই গোটা নাট্যোৎসবের সহযোগিতায় রয়েছে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক।

এ দিন থিয়ে-সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লালন অ্যাকাডেমির প্রেসিডেন্ট শুভেন্দু মাইতি, সঙ্গীত নাটক অকাদেমির পুরস্কার প্রাপ্ত মুরারী রায়চৌধুরী এবং প্রখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব ও সঙ্গীত শিল্পী শুভদীপ গুহ। সেমিনারটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন থিয়েটার ব্যক্তিত্ব ও গবেষক হিমাদ্রীশেখর দে। আদৌ মিউজিক বা আবহসঙ্গীতকে থিয়েটারে লাইভ করা কতটা জরুরি তারই আলোচনায় এ দিন বক্তাদের গলায় ঝরে পড়ে অনেক ক্ষোভ ও রাগের কথা। লাইভই হোক আর রেকর্ডেড – থিয়েটারের অঙ্গ ভাবতে না পারলে, সম্মিলিত বা যৌথশিল্প না ভাবতে পারলে মিউজিক কখনোই একাত্ম হয়ে উঠবে না এই নাট্যশিল্পের সঙ্গে। তাই এই শিল্পকে সম্মান করতে হবে, উপযুক্ত মর্যাদা ও পারশ্রমিক দিয়ে তাকে জায়গা করে দিতে হবে। এমনই একটা ভাবনা আর সংকল্পের মধ্যে দিয়েই এই আলোচনার ইতি টানা হয়।

thea-seminarv organised by balarko
বালার্ক আয়োজিত থিয়ে-সেমিনার। নিজস্ব চিত্র।

আলোচনার পর শুরু হয় দ্বিতীয় দফার অনুষ্ঠান। পর পর তিন তিনটি নাটক। এ দিনের প্রথম নাটকটির পরিবেশনায় ছিল ‘কাল্পিক বারাসাত’। বিভূতিভূষণের গল্প অবলম্বনে লেখা নাটকটির নাম ‘পাতার বাঁশি’। এর পরই ছিল বালার্ক নাট্যগোষ্ঠীর নিজস্ব পরিচালনায় মূকাভিনয়ভিত্তিক পরীক্ষামূলক প্রচেষ্টা ‘তোতার কাহিনী’। এবং এ দিনের শেষ নিবেদন ছিল ‘নাট্যজন চাকদহ’-এর নিবেদন পালাগানভিত্তিক নাটক ‘ভানু সুন্দরীর পালা’।

প্রথম পর্বের প্রসেনিয়াম নাট্য প্রদর্শনের পালা শেষ হলেও রয়েছে এখনও বাকি দ্বিতীয় পর্ব। আগামী ২ সেপ্টেম্বর এই দ্বিতীয় পর্বের আয়োহন করেছে সংস্থা। আর দ্বিতীয় পর্বে থাকছে অন্তরঙ্গ নাট্য প্রদর্শন পর্ব। তা ছাড়াও থাকছে জীবনকৃতি সম্মান প্রদান অনুষ্ঠান ও আরও একটি কথোপকথন পর্বও।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন