৬টি গানেরই গীতিকার ও সুরকার কাজি নজরুল ইসলাম। অ্যালবামটির নামকরণ করেছেন চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সকল কাজের কাজি। গেয়েছেন রূপঙ্কর বাগচি। হ্যাঁ, রূপঙ্করের জীবনের প্রথম নজরুল গীতির অ্যালবামটি মুক্তি পেল ২০১৬-র পুজোর মরশুমে।
ইনরেকোর নিবেদনে এই আলবামটির সব ক’টি গানের যন্ত্রায়োজন, শব্দ পরিকল্পনা এবং মিশ্রণে ইন্দ্রজিত দে। অ্যালবামের ভাবনা এবং নির্দেশনায় সত্রাজিত সেন।
বৃহস্পতিবার অ্যালবামটির আনুষ্ঠানিক মুক্তি উপলক্ষে উপস্থিত হয়েছিলেন রুপঙ্কর বাগচী, সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রজিত দে, অনিন্দিতা কাজি, লগ্নজিতা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।