বিশ্বকাপের খবর
রাশিয়ার নারীরা সেরা ফুটবলারদের দ্বারা অন্তঃসত্ত্বা হলেই মিলবে ৩ মিলিয়ন রুবল আর জীবনভর খাবার!
ওয়েবডেস্ক: ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ যে যৌনতার প্রদর্শন এবং পুরুষতান্ত্রিকতার দিক থেকে ইতিহাসকে টেক্কা দিয়েছে, এ আপাতত প্রতিষ্ঠিত সত্য। মহিলা সাংবাদিককে ক্যামেরার সামনেই জোর করে চুমু খাওয়ার চেষ্টা, হোটেল পর্যন্ত পিছু ধাওয়া করে ব্যক্তিগত অঙ্গে হাত দেওয়ার চেষ্টা, মাঠে খেলা দেখতে উপস্থিত নারীদের অশালীন কথা বলা, প্রকাশ্য যৌন প্রস্তাব দেওয়া- কিছুই বাদ যায়নি! আরও পড়ুন: […]
ওয়েবডেস্ক: ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ যে যৌনতার প্রদর্শন এবং পুরুষতান্ত্রিকতার দিক থেকে ইতিহাসকে টেক্কা দিয়েছে, এ আপাতত প্রতিষ্ঠিত সত্য। মহিলা সাংবাদিককে ক্যামেরার সামনেই জোর করে চুমু খাওয়ার চেষ্টা, হোটেল পর্যন্ত পিছু ধাওয়া করে ব্যক্তিগত অঙ্গে হাত দেওয়ার চেষ্টা, মাঠে খেলা দেখতে উপস্থিত নারীদের অশালীন কথা বলা, প্রকাশ্য যৌন প্রস্তাব দেওয়া- কিছুই বাদ যায়নি!
আরও পড়ুন: ক্রমাগত শ্লীলতাহানি থেকে হটেস্ট ফ্যান গ্যালারি, বিশ্বকাপে খেলার উদযাপন না যৌনতার?
এর উপরে রয়েছে সংবাদমাধ্যমের ভূমিকাও! গেটি ইমেজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে হটেস্ট ফ্যান গ্যালারি নামে মাঠে উপস্থিত নারীদের ব্যক্তিগত অঙ্গের ছবি বড়ো মনোযোগ দিয়ে প্রকাশ করেছিল এবং পরে প্রবল বিক্ষোভের মুখে তা ক্ষমা চেয়ে প্রত্যাহারও করে নিতে বাধ্য হয়েছিল। কিন্তু তার চেয়েও বড়ো অপরাধমূলক প্রস্তাব পেশ করেছিল বিশ্বখ্যাত বার্গার-চেন বার্গার কিং।
The now deleted promotion pic.twitter.com/mg7xETHfQW
— Jenna Fryer (@JennaFryer) June 20, 2018
জানা গিয়েছে, এই সংস্থাটি যাতে রাশিয়া বিশ্বকাপ ভবিষ্যতে জেতেই, তার জন্য এক উপায় বের করেছিল। টুইটারে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে ঘোষণা করেছিল, রাশিয়ায় খেলতে আসা ফুটবলারদের প্রলোভিত করে কোনো রাশিয়ান নারী যদি তাঁদের সন্তানের মা হতে পারেন, তা হলে সেই নারীকে পুরস্কার হিসাবে দেওয়া হবে ৩ মিলিয়ন রাশিয়ান রুবল! পাশাপাশি, যত দিন তিনি বেঁচে থাকবেন, তাঁকে সংস্থা রোজ তাদের সব চেয়ে বড়ো বার্গার বিনামূল্যে দেবে! মানেটা সাফ- এ ভাবে পৃথিবীর সেরা ফুটবলারদের জিন রাশিয়ার নাগরিকদের মধ্যে নিয়ে এসে জোরালো খেলুড়ে-দল তৈরি করা!
পরে অবশ্য ক্ষমা চেয়ে সেই বিজ্ঞাপন টুইটার থেকে মুছে দিয়েছে সংস্থা। কিন্তু বিশ্বকাপ যে আর শুধুই মাঠের খেলায় সীমিত রইল না, ভবিষ্যতে আরও ভয়ঙ্কর কিছুর সাক্ষী থাকতে হবে, সে আশঙ্কাতেই এখন প্রমাদ গুনছে ওয়াকিবহাল মহল!
আরও পড়ুন : রাশিয়াকে হারিয়ে বললেন ‘ইউক্রেনের জয়’, বিতর্কে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ভিদা
ফুটবল
রাশিয়া বিশ্বকাপের সেরা তিনটি গোলের তালিকা প্রকাশ করল ফিফা
ওয়েবডেস্ক: সেরা ফুটবলার, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষক- সবই জানা হয়ে গেছিল ফাইনালের রাতে। বাকি ছিল শুধু এটাই। সেরা গোল কোনটি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সারা দুনিয়ার ফুটবলমোদীদের অনলাইন ভোটের হিসেবে তা জানিয়ে দিল ফিফা। রাশিয়া বিশ্বকাপের সেরা গোলদাতা নির্বাচিত হলেন ফ্রান্সের বেঞ্জামিন পাভার্দ। আর্জেন্তিনার বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দূরপাল্লার শটে গোল দিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছিলেন পাভার্দ। […]
ওয়েবডেস্ক: সেরা ফুটবলার, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষক- সবই জানা হয়ে গেছিল ফাইনালের রাতে। বাকি ছিল শুধু এটাই। সেরা গোল কোনটি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সারা দুনিয়ার ফুটবলমোদীদের অনলাইন ভোটের হিসেবে তা জানিয়ে দিল ফিফা।
রাশিয়া বিশ্বকাপের সেরা গোলদাতা নির্বাচিত হলেন ফ্রান্সের বেঞ্জামিন পাভার্দ। আর্জেন্তিনার বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দূরপাল্লার শটে গোল দিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছিলেন পাভার্দ। শেষ পর্যন্ত ম্যাচটি ফ্রান্স জেতে ৪-৩ গোলে, বিশ্ব চ্যাম্পিয়নও হয়। ২০০৬ থেকে এই প্রতিযোগিতা শুরু করেছে ফিফা। ২২ বছর বয়সি ফরাসি ডিফেন্ডারই প্রথম ইউরোপিয়ান ফুটবলার, যিনি এই সম্মান পেলেন। এর আগে প্রতিবারই সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন লাতিন আমেরিকার ফুটবলাররা।
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোকে টপকাতে কি পারলেন বিরাট?
সেরা গোলের তালিকায় দুই নম্বরে রয়েছেন কলোম্বিয়ার কুইন্টেরো। জাপানের বিরুদ্ধে তাঁর চমৎকার ফ্রিকিক থেকে গোলটি এই সম্মান পেয়েছে।
তৃতীয় সেরা গোলটিও হয়েছে আর্জেন্তিনার বিরুদ্ধে। গ্রুপ লিগে লুকা মদরিচের দূরপাল্লার শটে গোলটি পেয়েছে এই সম্মান।
বিশ্বকাপের খবর
ফ্রান্সের বিশ্বকাপ জয়ের আসল কারণ তা হলে গোঁফ-স্পর্শ!
ওয়েবডেস্ক: ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপ ঘরে তুলেছে ফ্রান্স। ফাইনালে পজিশনাল ফুটবলের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও, সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেনি ফরাসিরা। ফুটবলে গোলই শেষ কথা। সেই সূত্রকে টার্গেট করে চ্যাম্পিয়নের শিরোপা পেয়েছন এমবাপ্পে, গ্রিৎজমানরা। কিন্তু এটাই আসল চিত্র নয়। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পিছনে রয়েছে একটা রহস্য। যা শুনলে বিশ্বাস হওয়ার নয়। যা কি […]
ওয়েবডেস্ক: ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপ ঘরে তুলেছে ফ্রান্স। ফাইনালে পজিশনাল ফুটবলের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও, সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেনি ফরাসিরা। ফুটবলে গোলই শেষ কথা। সেই সূত্রকে টার্গেট করে চ্যাম্পিয়নের শিরোপা পেয়েছন এমবাপ্পে, গ্রিৎজমানরা। কিন্তু এটাই আসল চিত্র নয়। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পিছনে রয়েছে একটা রহস্য। যা শুনলে বিশ্বাস হওয়ার নয়। যা কি না ১৯৯৮-য় প্রথম বিশ্বকাপ জয়ের সময়ও ছিল।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপের শুরু থেকেই যা মেনে এসেছে ফ্রান্স। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শুরু হওয়ার আগে দলের তারকা খেলোয়াড়দের সতীর্থ আদিল রামির গোঁফ-স্পর্শ। বিশ্বাস হয়তো হচ্ছে না। কিন্তু এটাই সত্য। প্রথম শুরু করেছিলেন গ্রিৎজমান, তাঁর দেখা-দেখি দলের বাকি সদস্যরাও। এটাই দলের ‘লাকি-চার্ম’ হিসাবে কাজ করেছে। টুর্নামেন্টে একটিও ম্যাচ খেলেননি তা সত্ত্বেও এই মুহূর্তে হয়তো সব চেয়ে দামি খেলোয়াড় আদিল রামি বললে ভুল হবে না।
এ সম্পর্কে আদিল বলেন, “ফাইনাল ম্যাচের আগে গ্রিৎজমান গোঁফ স্পর্শ করেছিল, এমনকি কোচ নিজেও। দলের ভাগ্যের জন্য। এটি এখন ফ্রান্সের সব থেকে জনপ্রিয় গোঁফ। আমি এটা রেখে দেব।
এমন অন্ধবিশ্বাস শুধু রাশিয়া বিশ্বকাপেই করেনি ফ্রান্স। ১৯৯৮-য় প্রথম বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। সেই বছরও দলের তারকা খেলোয়াড় লরাঁ ব্লাঁ-ও প্রতি ম্যাচের আগে সতীর্থ ফাবিয়ান বার্থেজের টাকে চুমু খেতেন।
অবশ্য কাপ জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আদিল রামি।
বিশ্বকাপের খবর
ফ্রান্সকে বিশ্বকাপ অভিনন্দন জানালেন ‘মোনালিসা’, ভাইরাল সেই দৃশ্য
ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকলা বিশ্ববিখ্যাত শিল্পী লিওনার্ডো দ্য ভিঞ্চির ‘মোনালিসা’। ইতিহাসের সেরা চিত্রগুলির তালিকা যদি করা হয় তা হলে সবার প্রথমে এটাই হয়তো মাথায় আসবে। তবে সেই মোনালিসা এ বার সম্পূর্ণ অন্য রূপে। বর্তমানে ফ্রান্সের অন্যতম সেরা মিউজিয়াম, প্যারিসের লুভরেঁ এটি অবস্থিত। দু’দিনও কাটেনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। ইতিহাসে তাদের দ্বিতীয়। বিশ্বকাপ জয় করলে […]
ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকলা বিশ্ববিখ্যাত শিল্পী লিওনার্ডো দ্য ভিঞ্চির ‘মোনালিসা’। ইতিহাসের সেরা চিত্রগুলির তালিকা যদি করা হয় তা হলে সবার প্রথমে এটাই হয়তো মাথায় আসবে। তবে সেই মোনালিসা এ বার সম্পূর্ণ অন্য রূপে।
বর্তমানে ফ্রান্সের অন্যতম সেরা মিউজিয়াম, প্যারিসের লুভরেঁ এটি অবস্থিত। দু’দিনও কাটেনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। ইতিহাসে তাদের দ্বিতীয়। বিশ্বকাপ জয় করলে যে কোনো দেশই সংবর্ধনার সাগরে ভাসতে থাকে। তারকা থেকে শুরু করে রাজনীতিবিদ সবার অভিনন্দনই জায়গা করে নেয় সেই তালিকায়।
এ বার সেই তালিকায় কিন্তু খোদ এই ‘মোনালিসা’। বুঝতে পারছেন না? ভাবছেন এ আবার কী করে সম্ভব। কিন্তু বাস্তবে তাই হল। এবং সেটাই করে দেখাল মিউজিয়াম কর্তৃপক্ষ।
তারাও শুভেচ্ছা জানাল জাতীয় দলের খেলোয়াড়দের। তবে কিছুটা অন্য ভাবে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করল তারা। যেখানে দেখা যাচ্ছে ফ্রান্সের জাতীয় দলের জার্সিতে রয়েছে মোনালিসা। পোস্টে তারা জানান, “নতুন রূপে মোনালিসা ফ্রান্সের নীল রঙের ফুটবল জার্সিতে। সঙ্গে দু’টি তারা। যা দেশের দু’বার বিশ্বকাপ জয়কে উৎসর্গ করছে।”
Félicitations à l’@equipedefrance pour leur victoire à la #CoupeDuMonde2018 ! 🎉⚽ 🇫🇷 pic.twitter.com/LVBVK6mJ3g
— Musée du Louvre (@MuseeLouvre) July 15, 2018
-
ক্রিকেট1 day ago
IPL 2021: কাজে এল না সঞ্জু স্যামসনের মহাকাব্যিক শতরান, পঞ্জাবের কাছে হারল রাজস্থান
-
প্রবন্ধ2 days ago
First Man In Space: ইউরি গাগারিনের মহাকাশ বিজয়ের ৬০ বছর আজ, জেনে নিন কিছু আকর্ষণীয় তথ্য
-
দেশ2 days ago
Kumbh Mela 2021: করোনাবিধিকে শিকেয় তুলে এক লক্ষ মানুষের সমাগম, আজ কুম্ভের প্রথম শাহি স্নান হরিদ্বারে
-
ক্রিকেট2 days ago
IPL 2021: সাড়ে ৭টায় খেলা শুরু হওয়া নিয়ে তীব্র অসন্তুষ্ট মহেন্দ্র সিংহ ধোনি