ওয়েবডেস্ক: বিশ্বকাপের আগে চেনা ছন্দে পাওয়া গেল ইংল্যান্ডকে। ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচে ২-১ ব্যবধানে তারা হারাল নাইজেরিয়াকে। প্রত্যাশা মতো শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে গ্যারেথ সাউথগেটের দল। ফলে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের মাত্র সাত মিনিটের মধ্যেই ডিফেন্ডার গ্যারি কেহিলের হেডারে লিড নেয় তাঁরা। যত সময় যায় আক্রমণে ঝাঁজ বাড়াতে থাকে ৬৬’র বিশ্ব চ্যাম্পিয়নরা। যার ফলে বিরতিতে যাওয়ার মিনিটে পাঁচ-ছয়েক আগে দলের হয়ে দ্বিতীয় গোল করেন স্ট্রাইকিংয়ে দলের সবচেয়ে বড়ো ভরসা হ্যারি কেন। বিরতির পর অবশ্য শুরুতেই গোল পেয়ে যায় নাইজেরিয়া। দলের তরুণতুর্কি অ্যালেক্স ইয়োবি ব্যবধান কমান। তবে শেষমেশ হারের মুখই দেখতে হয় সুপার ঈগলদের।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।