আইএস-এ যোগ দিতে গিয়ে সন্তান-সহ ধৃত ২৮ বছরের মা

0

মা তাঁর ৫ বছরের শিশুর হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন,  এমন ঘটনা খুঁজলে হয়তো অনেক পাওয়া যাবে। কিন্তু দেশ ছাড়ছেন আইএস-এ যোগ দিতে, এমন নজির খুবই বিরল। কিন্তু এমন ঘটনা ঘটতে চলেছিল দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে। কিন্তু বরাতজোরে তাঁর বাড়া ভাতে ছাই দিল পুলিশ। ২৮ বছর বয়সি ইয়াসমিন তাঁর ৫ বছরের ছেলেকে নিয়ে আইএস-এ যোগ দেওয়ার উদ্দেশ্যে কাবুলের উদ্দেশে রওনা হন। কিন্তু দিল্লি বিমানবন্দরের অভিবাসন বিভাগের হাতে প্রথমে ধরা পড়েন তিনি। সেখানে শোরগোল করলে তাঁকে পুলিশের বিশেষ সেলের হাতে তুলে দেওয়া হয়। পরে কেরল পুলিশের একটি দল তাঁকে হেফাজতে নেয়।    

পুলিশ সূত্রের খবর, বিহারের পটনার বাসিন্দা ইয়াসমিন। তিনি বিবাহবিচ্ছিন্না। পুলিশ জানিয়েছে, আইএস-এ যোগ দিতে কেরল থেকে যে ২১ জন যুবক নিখোঁজ হয়ে গিয়েছে, তাঁদের সঙ্গে ইয়াসমিনের যোগ আছে। তাই তাঁর জন্য লুকআউট নোটিশও জারি করে কেরল পুলিশ। পুলিশের ধারণা, কেরলের ওই ২১ জনের সঙ্গে যে আব্দুল রশিদের যোগাযোগ আছে, সেই রশিদের প্রথম স্ত্রী ইয়াসমিন।    ইয়াসমিনের অবশ্য দাবি, কোরান হাদিস মেনে জীবনযাপন করতে চান তিনি।তাই আইএস-এ যোগ দিতে যাচ্ছিলেন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন