ঢাকা: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বঙ্গোপসাগরীয় বহুখাতীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ)। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের বৈঠকের উদ্যোগ নিয়েছে ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে এ নিয়ে কূটনৈতিক স্তরে ভারতের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
আগামী ২-৪ এপ্রিল অনুষ্ঠিতব্য BIMSTEC সম্মেলনে ভারত ও বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি থাকছে। এই উপলক্ষে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে।
দ্বিপাক্ষিক সম্পর্ক ও আলোচনা
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, BIMSTEC সম্মেলনের আগে উভয় দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এর আগে, গত ফেব্রুয়ারি মাসে ওমানে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং BIMSTEC সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
গঙ্গা জল চুক্তি নবায়নের আহ্বান
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের গুরুত্ব তুলে ধরেছেন। সেইসঙ্গে তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (SAARC) স্ট্যান্ডিং কমিটির বৈঠক দ্রুত আয়োজনের অনুরোধ জানিয়েছেন।
দুই দেশের মধ্যে সম্পর্কের কিছু অমীমাংসিত ইস্যু থাকলেও উভয় পক্ষ সেগুলো সমাধানে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। BIMSTEC সম্মেলনের ফাঁকে মোদী-ইউনুস বৈঠক হলে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক উন্মোচনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।