Homeখবরবাংলাদেশবাংলাদেশ ফের উত্তপ্ত, রবিবার সংঘর্ষে প্রাণ গেল ১৪ পুলিশ-সহ ৯৮ জনের

বাংলাদেশ ফের উত্তপ্ত, রবিবার সংঘর্ষে প্রাণ গেল ১৪ পুলিশ-সহ ৯৮ জনের

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে আবার উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ। তারই ফলশ্রুতিতে ক্রমাগত আসছে মৃত্যুর খবর। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশে জুড়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। তাকে কেন্দ্র করেই বাধছে সংঘর্ষ। এক দিকে বিক্ষোভকারীরা, অন্যদিকে শাসকদল আওয়ামি লিগের সমর্থকরা। এই সংঘর্ষের জেরে রবিবার বাংলাদেশে প্রাণ গিয়েহে ৯৮ জনের। এঁদের মধ্যে ১৪ জন পুলিশও হয়েছেন। আহত হয়েছেন শত শত।

দেশের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। একই সঙ্গে মোবাইল ইন্টারনেট পরিষেবা কেটে দিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশের অগ্রণী সংবাদপত্র ‘প্রথম আলো’র রিপোর্ট অনুযায়ী রবিবার দিনভর সংঘর্ষে নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ-সহ মোট ২২ জন, কিশোরগঞ্জে ৫ জন, রাজধানী ঢাকায় ১১ জন, বগুড়ায় ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ১ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ৫ জন, কুমিল্লায় পুলিশ সদস্য-সহ ৩ জন, শেরপুরে ২ জন, জয়পুরহাটে ২ জন, হবিগঞ্জে ১ জন, ঢাকার কেরাণীগঞ্জে ১ জন, সাভারে ১ জন, কক্সবাজারে ১ জন, বরিশালে ১ জন ও গাজীপুরের শ্রীপুরে ১ জন-সহ মোট ৯৮ জন নিহত হয়েছেন।

দেশ জুড়ে বিভিন্ন জায়গায় সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষ লাগে। সরকারের পদত্যাগের দাবিতে যে অসহযোগ আন্দোলন চলছে তার বিরোধিতায় সরব হয় আওয়ামি লিগ, ছাত্র লিগ এবং যুব লিগের সমর্থকরা। সেখান থেকেই বাঁধে সংঘর্ষ। সেই সংঘর্ষের জেরে প্রাণ গিয়েছে ১৪ জন পুলিশকর্মীর। এঁদের মধ্যে ১৩ জন সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকায় এবং ১ জন কুমিল্লার এলিয়টগঞ্জ এলাকায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান

নৈরাজ্যবাদীদের শক্ত হাতে দমন করার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘যারা এখন সহিংসতা চালাচ্ছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী।’ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এ কথা জানান।

আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম কী বলেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামি লিগ দেশে গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায়। তাঁর কথায়, “আমাদের উদ্দেশ্য, লক্ষ্য ও গন্তব্য পরিষ্কার। বিজয় এবং একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য। আমরা এখনও সময় দিচ্ছি। সরকার যদি এখনও সহিংসতা চালিয়ে যায়, আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি। সরকারকে ঠিক করতে হবে, এখনও সহিংসতা চালাবে, রক্তপাত চালাবে, নাকি শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবে।”

ভারতীয় হাইকমিশনের পরামর্শ

বাংলাদেশে যেসব ভারতীয় নাগরিক বাস করেন তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশে ভারতের হাইকমিশন। শিলেটস্থ ভারতীয় হাইকমিশন ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে বলছে, “ছাত্র-সহ যেসব ভারতীয় নাগরিক শিলেটস্থ ভারতের সহকারী হাইকমিশনের আওতায় বাস করেন সবসময় অফিসের সঙ্গে যোগাযোগ রেখে চলতে এবং সতর্ক থাকতে বলা হচ্ছে।

আরও পড়ুন

বাংলাদেশে নিষিদ্ধ জামাত ও ইসলামি ছাত্রশিবির, পড়ুয়া হত্যার বিচার চেয়ে পথে অভিনয়শিল্পীরা

সাম্প্রতিকতম

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয় বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে মতবিরোধের জেরে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

আরও পড়ুন

দুর্গাপুজোয় মন্দিরগুলিকে অনুদান বাড়াল বাংলাদেশ, ভারতের প্রকল্প বন্ধের সম্ভাবনা নাকচ

দুর্গাপুজোর সময় কোনও অনভিপ্রেত ঘটনা এড়াতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। স্বরাষ্ট্র...

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন কি হবে? বড় মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন। শনিবার রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শনের পর তিনি এই ঘোষণা করেন।

রাত দখলের আদলে এবার ঢাকায় ‘শেকল ভাঙার’ পদযাত্রার ডাক অভিনেত্রী বাঁধনের, যৌন হেনস্থার বিরুদ্ধে ১৩ দফা দাবি

বাংলাদেশের ঢাকায় আগামী ৩০ আগস্ট ‘শেকল ভাঙার পদযাত্রা’ আয়োজন করা হয়েছে। নারীদের নিরাপত্তা এবং যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নামবেন বাঁধনের নেতৃত্বে অনেকেই।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?