Homeখবরবাংলাদেশবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ ভারতের

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ ভারতের

প্রকাশিত

সোমবার ঢাকায় বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর প্রতিবেশী দেশে ধর্মীয় স্থানগুলিতে হামলার ঘটনাকে “দুঃখজনক” বলে উল্লেখ করলেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্রী।

মিস্রী জানান, এই বৈঠকে প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকটি ছিল দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের প্রথম কূটনৈতিক যোগাযোগ, যা ৮ আগস্ট মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর অনুষ্ঠিত হল। বৈঠকটি ঢাকায় অতিথিনিবাস পদ্মা ভবনে অনুষ্ঠিত হয়।

মিস্রী বলেন, “আমরা সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেছি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ সম্পর্কিত আমাদের উদ্বেগ তুলে ধরেছি। আমরা সাংস্কৃতিক এবং ধর্মীয় স্থানগুলিতে আক্রমণের দুঃখজনক ঘটনাগুলি নিয়েও কথা বলেছি।”

এই সফরের পটভূমি ছিল বাংলাদেশে চলমান অস্থিরতা। বিশেষত, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলায় দাসকে আটক করা হয়। তাঁর গ্রেফতারি সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে এবং এর ফলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন আইনজীবীর মৃত্যুও হয়েছে বলে খবর।

ভারতের বিদেশ সচিব জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবসময়ই মানুষের কল্যাণের উপর কেন্দ্রীভূত ছিল এবং ভবিষ্যতেও একইভাবে বজায় থাকবে। তিনি বলেন, “এই সম্পর্ক উন্নয়নমূলক প্রকল্প, বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি এবং সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে প্রতিদিন প্রতিফলিত হয়।”

মিস্রী আরও বলেন, “আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করার সুযোগ হয়েছে।”

তিনি বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং বলেন, “এই সহযোগিতা ভবিষ্যতেও দুই দেশের মানুষের স্বার্থে অব্যাহত থাকবে।”

সাম্প্রতিকতম

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

আরও পড়ুন

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

বাংলাদেশের নতুন হাই কমিশনার নিয়োগে ভারতের অনুমোদনের অপেক্ষায় ঢাকা

ভারতে নতুন হাই কমিশনার নিয়োগের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে দিল্লির অনুমোদনের। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিকত্ব ও ভিসা পরিস্থিতি নিয়ে বিতর্ক।

শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি, বাংলাদেশের চাপ বাড়ছে

শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করেছে মোদী সরকার। বাংলাদেশের চাপ বাড়লেও দিল্লি বিষয়টিকে আইনি প্রক্রিয়া হিসেবে দেখছে। বিস্তারিত প্রতিবেদন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে