Homeখবরবাংলাদেশবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন ডঃ মহম্মদ ইউনুস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন ডঃ মহম্মদ ইউনুস

প্রকাশিত

বাংলাদেশে গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মহম্মদ ইউনুস। বৃহস্পতিবার ঢাকার বঙ্গভবনে স্থানীয় সময় রাত ৯টার পর রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান। ডঃ ইউনুসের সঙ্গে শপথ নেন আরও ১৩ জন সদস্য। তবে তিনজন সদস্য বিশেষ কারণে আজ শপথ নিতে পারেননি। সবমিলিয়ে ইউনুসের নেতৃত্বে মোট ১৬ জন সদস্য থাকবেন এই অন্তর্বর্তী সরকারে। সরকারকে শুভেচ্ছা জানিয়ে হিন্দুদের নিরাপত্তার করা মনে করালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ঢাকার বঙ্গভবনের দরবার হলটি আগে থেকেই প্রস্তুত ছিল। নোবেলজয়ী ইউনুস প্যারিস থেকে ঢাকায় ফিরে এসে বৃহস্পতিবার দুপুর ২টো ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। তারপর সরাসরি বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ও প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, প্রাক্তন বিদেশ সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

এই নতুন সরকারের গঠনের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের সমর্থন জানিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, “আমরা বাংলাদেশের পরিবর্তনশীল পরিস্থিতির উপর নজর রাখছি এবং মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

মিলার আরও বলেন, “আমরা সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাই এবং সামনের দিনগুলোতে আমরা হিংসা বন্ধের জন্য কাজ করব।”

অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ”নতুন দায়িত্ব নেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জন্য শুভকামনা। আশা করি, খুব তাড়াতাড়ি স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে। তিনি আরও বলেন, দুই দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের যে অভিন্ন আকাঙ্ক্ষা, তা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ রয়েছে ভারত।”

সাম্প্রতিকতম

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয় বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে মতবিরোধের জেরে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

মাত্র ৪৫ মিনিটের ডিএনএ পরীক্ষাই চিহ্নিত করবে যৌননির্যাতন হয়েছে কিনা, নয়া ফরেনসিক প্রযুক্তির উদ্ভাবন

এখন যে কোনো ফৌজদারি অপরাধের তদন্তে গোয়েন্দাদের মগজাস্ত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে...

আরও পড়ুন

দুর্গাপুজোয় মন্দিরগুলিকে অনুদান বাড়াল বাংলাদেশ, ভারতের প্রকল্প বন্ধের সম্ভাবনা নাকচ

দুর্গাপুজোর সময় কোনও অনভিপ্রেত ঘটনা এড়াতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। স্বরাষ্ট্র...

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন কি হবে? বড় মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন। শনিবার রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শনের পর তিনি এই ঘোষণা করেন।

রাত দখলের আদলে এবার ঢাকায় ‘শেকল ভাঙার’ পদযাত্রার ডাক অভিনেত্রী বাঁধনের, যৌন হেনস্থার বিরুদ্ধে ১৩ দফা দাবি

বাংলাদেশের ঢাকায় আগামী ৩০ আগস্ট ‘শেকল ভাঙার পদযাত্রা’ আয়োজন করা হয়েছে। নারীদের নিরাপত্তা এবং যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নামবেন বাঁধনের নেতৃত্বে অনেকেই।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?