Homeখবরবাংলাদেশদুর্গাপুজোয় মন্দিরগুলিকে অনুদান বাড়াল বাংলাদেশ, ভারতের প্রকল্প বন্ধের সম্ভাবনা নাকচ

দুর্গাপুজোয় মন্দিরগুলিকে অনুদান বাড়াল বাংলাদেশ, ভারতের প্রকল্প বন্ধের সম্ভাবনা নাকচ

প্রকাশিত

দুর্গাপুজোর সময় কোনও অনভিপ্রেত ঘটনা এড়াতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক বৈঠকে পুজো মণ্ডপগুলির নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী জানান, আর্থিকভাবে পিছিয়ে থাকা মন্দির কমিটিগুলির জন্য বরাদ্দ বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে, যা পূর্ববর্তী বরাদ্দের দ্বিগুণ। এই অর্থ প্রধান উপদেষ্টার তহবিল থেকে দেওয়া হবে।

নিরাপত্তার জন্য পুজো মণ্ডপে অস্থায়ীভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। রাতে অন্তত তিনজন এবং দিনে দু’জন স্বেচ্ছাসেবক মণ্ডপের নিরাপত্তায় থাকবেন। এছাড়া, আজানের পাঁচ মিনিট আগে মাইক, ঢাক এবং অন্যান্য বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে এবং আজানের পর সেগুলি পুনরায় চালানো যাবে। এছাড়াও, পুলিস এবং সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী মণ্ডপের চারপাশে মোতায়েন থাকবে, এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

‘ভারতের সব প্রকল্প চালু আছে’

এদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আর্থিক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতের অর্থে চলমান কোনও প্রকল্পই স্থগিত নয়। সালেহউদ্দিন বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কোনও প্রকল্পই বন্ধ বা স্থগিত রাখার পরিকল্পনা নেই।” গত মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু প্রকল্পে জটিলতা তৈরি হলেও, ভারতের তরফ থেকে সহযোগিতা অব্যাহত রয়েছে।

ভারত-বাংলাদেশের মধ্যে লাইন অফ ক্রেডিট (এলওসি)-এর অধীনে ২০১০ সাল থেকে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে, যার মধ্যে সাম্প্রতিক প্রকল্পগুলির আর্থিক বরাদ্দ প্রায় সাড়ে চারশো কোটি ডলার। সালেহউদ্দিন জানান, “এই প্রকল্পগুলি বাংলাদেশের চাহিদা অনুযায়ী শুরু হয়েছে এবং বিতরণজনিত কিছু সমস্যা থাকলেও তা সমাধান করা হচ্ছে।”

অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে বিশেষজ্ঞদের মতামত।

সাম্প্রতিকতম

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন  

এবার পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন।...

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

আরও পড়ুন

আওয়ামী লিগকে নিষিদ্ধ করার পক্ষে নয়, ইউনূসের সঙ্গে দেখা করে জানাল বিএনপি

খবর অনলাইনডেস্ক: আওয়ামী লিগকে নিষিদ্ধ করা, বা তাদের ভোটে লড়তে না দেওয়ার কথা যাঁরা...

বাংলাদেশের জন্য মার্কিন সাহায্যের প্রভাব: পাকিস্তানের মতো পরিস্থিতি কি আসছে?

রবিবার ( ১৫ সেপ্টেম্বর ২০২৪) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। এই সাহায্য...

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন কি হবে? বড় মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন। শনিবার রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শনের পর তিনি এই ঘোষণা করেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?