Homeখবররাজ্যবাংলাদেশের ইলিশ এ বার আরও বেশি মিলবে রাজ্যের বাজারে

বাংলাদেশের ইলিশ এ বার আরও বেশি মিলবে রাজ্যের বাজারে

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: দুর্গাপুজোর মরশুমে ও-পার বাংলা থেকে প্রায় ৪০০০ টন ইলিশ আসবে এ-পার বাংলায়। বাংলাদেশ সরকার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক এ ব্যাপারে বুধবার এক নির্দেশিকা জারি করেছে।

ওই নির্দেশিকায় ঢাকা, খুলনা, পাবনা, যশোর এবং চট্টগ্রামের ৭৯ জন মাছ রফতানিকারকের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এরা প্রত্যেকে ৫০ টন করে ইলিশ পাঠাবে পশ্চিমবঙ্গে।     

নির্দেশিকা জারি করেছেন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রকের রফতানি শাখার ডেপুটি সেক্রেটারি মোহম্মদ জাকির হোসেন। নির্দেশিকায় জানানো হয়েছে, যে নির্দিষ্ট পরিমাণ ইলিশ প্রত্যেক রফতানিকারককে পশ্চিমবঙ্গে পাঠাতে বলা হয়েছে তার বেশি তারা পাঠাতে পারবে না। অর্থাৎ প্রত্যেকে ৫০ টন করেই ইলিশ পাঠাতে পারবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, সরকার যদি মনে করে তা হলে যে কোনো সময়ে ইলিশ রফতানি বন্ধ করে দিতে পারবে।

এ বার আসছে প্রায় ১১০০ টন বেশি

ইলিশ রফতানির উপরে বাংলাদেশে পুরো নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানোর ক্ষেত্রে ২০১৯ থেকে ওই নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হচ্ছে। সে বছর থেকে প্রতি বছর বাংলাদেশ পুজোর মরশুমে পশ্চিমবঙ্গকে ইলিশ উপহার দিয়ে আসছে।     

২০১৯-এ বাংলাদেশ থেকে ৫০০ টন ইলিশ এসেছিল। প্রতি বছরই পুজো-উপহারের পরিমাণ বাড়ছে। গত বার এসেছিল ২৯০০ টন। এ বার তা বেড়ে হচ্ছে প্রায় ৪০০০ টন। অর্থাৎ এ বছর প্রায় ১১০০ টন বেশি ইলিশ আসছে বাংলাদেশ থেকে।

কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেট্রারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেছেন, “বৃহস্পতিবার থেকে ইলিশের আমদানি শুরু হবে। বাংলাদেশ সরকার যে ‘ডেডলাইন’ ঠিক করে দিয়েছে সেই অনুসারে ৩০ অক্টোবরের মধ্যে ইলিশ আমদানির গোটা প্রক্রিয়া শেষ করতে হবে।”

কলকাতার ইলিশ আমদানিকারকরা জানিয়েছেন, প্রথমে হাওড়া ও কলকাতার পাইকারি বাজারে মাছ আসবে। তার পর রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে মাছ চলে যাবে। আশা করা যায় রবিবার নাগাদ বাংলাদেশের ইলিশ বাজারে পৌঁছে যাবে।         

সাম্প্রতিকতম

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

পুজোর মরশুমে দীঘা-মন্দারমণিতে বাড়তি পর্যটকদের সমাগম, এসবিএসটিসি অতিরিক্ত বাস পরিষেবা চালু করছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে হোটেলের বুকিং। নিরাপত্তা বাড়ানো হয়েছে সি-বিচে।

কেন ‘লাইভ স্ট্রিমিং’-জটে বারবার ভেস্তে যাচ্ছে বৈঠক?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “ এত অসম্মান কেন করছেন আপনারা? এর আগে নবান্নেও দুদিন অপেক্ষা করেছি। আজও দুঘণ্টা অপেক্ষা করছি।” এর পর কার্যত কাতর সুরে প্রশ্ন, “এটুকু সম্মানও দেবে না।”
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?