সীমান্ত-হত্যা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে বিজিবি

0

ঋদি হক: ঢাকা

সীমান্ত-হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি, Border Guard Bangladesh, BGB)। সীমান্তবাসীকে সচেতন এবং আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলতে পারলে সীমান্ত-হত্যা কমবে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম (Major General Md. Shafeenul Islam)।

বিজিবি দিবস ২০২০ (BGB Dibosh 2020) উপলক্ষ্যে রবিবার ঢাকার  পিলখানায় বিজিবির সদর দফতরে স্মৃতিস্তম্ভ ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করে এই মন্তব্য করেন ডিজি।

ভারত-বাংলাদেশ বৈঠকে সীমান্ত-হত্যা প্রসঙ্গ

তিনি আরও বলেন, ১৭ ডিসেম্বর ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠকে এবং এর আগে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত-হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে এ বিষয়ে কূটনৈতিক ভাবে এবং বিজিবির পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে।  

অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম না করতে এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করার কর্মসূচিও চালানো হচ্ছে। বিজিবি মহাপরিচালক জানান, সীমান্তের জনপ্রতিনিধিদের মাধ্যমেও সীমান্তবর্তী বাসিন্দাদের সচেতন করার চেষ্টা করা হচ্ছে। তিনি ব্যক্তিগত ভাবে মনে করেন, সীমান্তবর্তী জনগণকে শিক্ষায় এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা সম্ভব হলে সীমান্ত-হত্যা কমে আসবে।

বিশ্ব টেকনোলজির দিক থেকে এগিয়ে যাচ্ছে। সে সঙ্গে বাংলাদেশও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে। তার সঙ্গে তাল মিলিয়ে বিজিবিকেও সময়োপযোগী করাটা জরুরি বলে মনে করেন তিনি।

বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন  

এ দিন আনুষ্ঠানিক ভাবে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন এবং পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’-এ মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সাফিনুল ইসলাম।

বৈশ্বিক করোনা মহামারিতে বিজিবি সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী দিনগুলোতে সরকারের অর্পিত যে কোনো দায়িত্ব আরও দৃঢ় মনোবল, সততা, নিষ্ঠা ও আত্মপ্রত্যয়ের সঙ্গে পালন করতে সর্বদা সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছেন বিজিবি মহাপরিচালক।

আরও পড়ুন: বাংলাদেশে শীতের পারদ নেমে ৭ ডিগ্রি

বিজ্ঞাপন