বাংলাদেশের টঙ্গিতে রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজন মহিলাসহ অন্তত ২২ জনের। আহতের সংখ্যা ১৫। শনিবার সকাল ছ’টায় গাজিপুরের টঙ্গির বিসিক শিল্পনগরীর ট্যাম্পাকো নামের একটি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে পাঁচতলা বাড়ির ওপরের তিন তলার অনেকটাই ধসে গিয়েছে। আগুন নেভাতে দশটিরও বেশি ইঞ্জিন কাজ করে।
এই কারখানাটিতে ফয়েল পেপার ও রাসায়নিক দ্রব্য প্রস্তুত করা হত বলে জানা গিয়েছে। কারখানাটির মালিক সিলেট-৬ এর প্রাক্তন সাংসদ সৈয়দ মকবুল হোসেন। তিনি জানিয়েছেন, বয়লারে কোনও ত্রুটি ছিল তাঁর জানা নেই। কারখানার বয়লারটি শেষ কবে পরীক্ষা করা হয়েছে সে ব্যাপারেও কোনও সঠিক তথ্য দিতে পারেননি তিনি।
হতাহতদের টঙ্গি হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম জানান, ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবার পিছু ২০ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
দমকলবাহিনীর এক জন কর্মকর্তা জানান, বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ড ঘটছে। তাতে গোটা বাড়িটাই এখন বিপদজ্জনক হয়ে আছে। হতাহতের পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।