ঈদের বাংলাদেশ: এক দিনে ৩৫ লক্ষ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়ে গেছেন

0

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকার অদূরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট দিয়ে ফেরিতে পদ্মা পাড়ি দিতে সর্বোচ্চ দেড় ঘণ্টার মতো সময় লাগত।  দক্ষিণ তীর গোয়ালন্দর দৌলতদিয়া ঘাট থেকেও একই সময় লাগত। এই নৌরুটটি মানুষের দুর্ভোগের মাইলফলক হিসাবেই বিবেচিত হয়ে আসছিল এত দিন। ঈদের সময় কখনও কখনও ২০ থেকে ৩০ ঘণ্টা সময় লাগত পদ্মাপাড়ি দিতে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা ছাড়াও কলকাতা থেকে আসা যাত্রীদের পদ্মাপাড়ি দিতে সময় লাগত ৬ থেকে ৮ ঘণ্টা। শীতের মরশুমে ঘন কুয়াশার কারণে রাতভর ফেরিঘাটে অপেক্ষায় হাজারো যানবাহন। আর কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে তো কথাই নেই। মানুষের সে কী দুর্ভোগ!

চব্বিশ ঘণ্টার ব্যস্ত ফেরিঘাট এখন মানবশূন্য। কোলাহল, হাঁকডাক ভেসে গেছে পদ্মার খরস্রোতে। সারা দিনে হাতে গোনা কিছু যানবাহন পারাপার করছে। অথচ পদ্মার উভয় তীরে মানুষকে এক রকমের আটকে করে রাখা হত। কথিত আছে, এখানকার পদ্মার জলে নাকি টাকা ওড়ে! গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে ঘাটের সেই জৌলস-হাঁকডাক পদ্মা খেয়ে নিয়েছে।

শনিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দেওয়া হিসাবে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পদ্মাসেতু দিয়ে ৩২ হাজার ৭২৩টি গাড়ি পারাপার করেছে। শুক্রবার এক দিনে রেকর্ড ৪ কোটি ১৯ লক্ষ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।

অপর দিকে একদিনে ঢাকা ছেড়ে গেছেন ৩৫ লাখ মোবাইল ব্যবহারকারী মানুষ। বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এমন তথ্য জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন। কোরবানি ঈদের ছুটির প্রথম দিন চারটি মোবাইল কোম্পানির ৩৫ লক্ষ ৩০ হাজার ৭৩২ মোবাইল ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এ বারের ঈদ উপলক্ষে এক দিনেই রেকর্ডসংখ্যক মোবাইল সিম ঢাকার বাইরে গেছে। শুক্রবার ঢাকার বাইরে গেছে ৩৫ লক্ষ ৩০ হাজার ৭৪২টি সিম।

শনিবার বিকালে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকার বাইরে গেছে এই সিমগুলো। যার মধ্যে রয়েছে গ্রামীণ ফোনের ১৫ লক্ষ ৮৩ হাজার ৩৩২, রবির ৯ লক্ষ ৭৫ হাজার ৬১৩, বাংলালিংকের ৮ লক্ষ ৪৯ হাজার ৪৬০ ও টেলিটকের ১ লক্ষ ২২ হাজার ৩২৭টি সিম।

আরও পড়তে পারেন

বিক্ষোভকারীদের দখলে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রাসাদ, রান্নাঘরে রান্না করছেন, সুইমিং পুলে সাঁতার কাটছেন বিক্ষুব্ধরা

মেঘভাঙা বৃষ্টি কী? সাধারণ বৃষ্টিপাতের সঙ্গে তার পার্থক্য কোথায়?

অমরনাথে আটকে পড়া পশ্চিমবঙ্গের পুণ্যার্থীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল নবান্ন

উদ্ধার ১৫ হাজার তীর্থযাত্রী, অমরানাথে এখনও নিখোঁজ ৪০

রাষ্ট্রপতি নির্বাচনে জিততে পারলে কেন্দ্রকে প্রথম যে কাজ করতে বলবেন যশবন্ত সিনহা

বাসভবন ঘিরে ফেলল বিক্ষোভকারীরা, পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে

বিজ্ঞাপন