‘কিরণমালা’ নিয়ে তুলকালাম বাংলাদেশের হাবিবগঞ্জে

0

স্টার জলসার ধারাবাহিক ‘কিরণমালা’ নিয়ে বচসার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বাংলাদেশের হাবিবগঞ্জে আহত হয়েছেন ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১৪ রাউন্ড শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী আহতের সংখ্যা ১৫ হলেও স্থানীয় গণমাধ্যমগুলি বলছে আহতের সংখ্যা শতাধিক হতে পারে।

কী হয়েছিল কিরণমালাকে কেন্দ্র করে?

পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক মোঃ ইয়াসিনুল হক জানিয়েছেন, ঘটনার সূত্রপাত হয় বুধবার রাতে। চায়ের দোকানে বসে ‘কিরণমালা’ ধারাবাহিকটি দেখার সময় দু’পক্ষের মধ্যে ওই ধারাবাহিকের কিছু বিষয় নিয়ে বচসা শুরু হয়। সেই বচসা থেকে হাতাহাতি শুরু হলেও সেই দিনের মতো বিষয়টি মিটে যায়।

বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ ফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগেও বাংলাদেশে কিরণমালার মতো পোশাক না কিনে দেওয়ার জন্য আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সূত্র: বিবিসি বাংলা

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন