বাংলাদেশে প্রথম মহিলা ম্যারাথনের আয়োজন করা হল শুক্রবার। যুব দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই ম্যারাথনের অয়োজন করা হয়েছিল। ১০ কিলোমিটারের এই ম্যারাথনে ২৮৯ জন ছাত্রী ও চাকরিরতা মহিলা যোগ দেন।
শুক্রবার সকাল সোয়া ৯টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ আরেফিন সিদ্দিক ম্যারাথনের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে এই দৌড় শুরু হয়। ম্যারাথনে যোগদানকারীরা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে আবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে এসে দৌড় শেষ করেন।
ঢাকা মহিলা ম্যারাথনে যোগদানকারীদের মধ্যে প্রথম ৩ জনকে ট্রফি, প্রথম ৫ জনকে নগদ অর্থ ও প্রথম ১০০ জনকে পদক এবং সবাইকে স্মারক দেওয়া হয়।
যোগদানকারীদের মধ্যে প্রথম হন সেনাবাহিনীর সদস্যা সুমি আক্তার, দ্বিতীয় হন নৌবাহিনীর সদস্যা মেরুনা ও তৃতীয় হন আরও এক জন সেনাবাহিনীর সদস্যা স্মৃতি।
ছবি : সৌজন্যে বিবিসি নিউজ
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।