Homeখবরবাংলাদেশবাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপর চাপ বাড়ছে, পদত্যাগ দাবি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপর চাপ বাড়ছে, পদত্যাগ দাবি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ

প্রকাশিত

গতকাল মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ হয়। সেখানে এ সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি জানানো হয়। ঢাকার শাহবাগ এবং বঙ্গভবনের সামনে ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠনও একই দাবিতে বিক্ষোভ করেছে।

ঢাকার বাইরেও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, পাবনা, টাঙ্গাইলসহ অন্যান্য জেলাগুলোতে ছাত্র-জনতা রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা একই দাবিতে সমাবেশ করেছেন।

বিক্ষোভকারীরা গতকাল দুপুর থেকে বঙ্গভবনের সামনের রাস্তায় অবস্থান করেন। রাত সাড়ে আটটার দিকে কিছু অংশ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গভীর রাত পর্যন্ত চলা এ বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সরকারের গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতির বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের তরফ থেকে এ সপ্তাহের মধ্যেই একটি সুনির্দিষ্ট অবস্থান নেওয়া হতে পারে।

সরকারের নীতিনির্ধারকদের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন নাকি সরকারের তরফ থেকে তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হবে—এ নিয়ে আলোচনা চলছে। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পদ্ধতি এবং তার পদত্যাগের পরবর্তী করণীয় নিয়েও সরকার ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। কিছু উপদেষ্টা মত দিয়েছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা মেনেই এ প্রক্রিয়া সম্পন্ন হতে হবে।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবির কারণ হিসেবে তাঁর সাম্প্রতিক মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। মো. সাহাবুদ্দিনে সম্প্রতি বলেন, শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কোনও প্রামাণিক দলিল নেই।  তারা সন্দেহ করছেন, রাষ্ট্রপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র থাকতে পারে।

এ পরিস্থিতিতে, রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সাম্প্রতিকতম

মানবভ্রূণের মস্তিষ্কের প্রথম থ্রি ডি ডিজিটাল ইমেজ, চিকিৎসাবিজ্ঞানে নয়া দিশা দেখাল আইআইটি মাদ্রাজ      

অসম্ভবকে সম্ভব করে দেখালেন আইআইটি মাদ্রাজের গবেষকেরা। মায়ের গর্ভে মানবভ্রূণের মস্তিষ্ককে কেমন দেখতে হয়?...

আইএসএল ২০২৪-২৫: পিছিয়ে থেকে শেষ দশ মিনিটে দু’টি গোল, কেরলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মোহনবাগান   

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, আলবার্তো রদ্রিগুয়েজ) কেরল ব্লাস্টার্স: ২ (খেসুস...

নয়া অপারেটিং সিস্টেম আনল গুগল

অ্যান্ড্রয়েড ছাড়াও নতুন অপারেটিং সিস্টেম Android XR লঞ্চ করল গুগল। এক্সটেন্ডেড রিয়েলিটি (XR) এবং...

স্ট্রিট ফুডে ভারতের সেরা ১০ শহরের তালিকায় রয়েছে কোন কোন শহর

স্থানীয় অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, স্থানীয় খাবারের স্বাদ, অনেক ইতিহাস জড়িয়ে থাকে স্ট্রিট ফুডের সঙ্গে।...

আরও পড়ুন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ ভারতের

সোমবার ঢাকায় বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর প্রতিবেশী দেশে...

হাসিনা-পরবর্তী বাংলাদেশ: টানাপড়েনের আবহে ভারত-বাংলাদেশ প্রথম কূটনৈতিক বৈঠক

হাসিনা সরকারের পতনের পর প্রথম ভারত-বাংলাদেশ কূটনৈতিক বৈঠক। সংখ্যালঘু সুরক্ষা, সাম্প্রতিক বিক্ষোভ ও বাণিজ্যিক প্রভাব নিয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশে দ্রুত নির্বাচনের তোড়জোড়, রাজনৈতিক সরকার গঠনের আশা

আগামী বছর রাজনৈতিক সরকার পাওয়ার পথে বাংলাদেশ। দ্রুত নির্বাচনের ইঙ্গিত দিয়ে বক্তব্য রাখলেন অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তৈরি হলো চারটি বিশেষ কমিটি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে