অনলাইনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে অবমাননা করলেই যাবজ্জীবন

0

ইলেক্ট্রনিক মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা করলে সর্বোচ্চ সাজা হবে যাবজ্জীবন। সোমবার এই নতুন খসড়া আইনের অনুমোদন দিয়েছে শেখ হাসিনা মন্ত্রিসভা।

নতুন এই আইনের নাম ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৬’। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, খসড়া আইনটি নির্দিষ্ট ধাপ পেরিয়ে সংসদে তোলা হবে। এর ফলে আইনটিতে সংযোজন এবং বিয়োজনে সুযোগ রয়েছে।

খসড়া আইনে বলা হয়েছে, ‘কোনও ব্যক্তি যদি ইলেকট্রনিক মাধ্যমে জাতির পিতা বা মুক্তি যুদ্ধের বিরুদ্ধে কোনও প্রকার প্রচার বা তাতে মদত দেয়, তা হলে ওই ব্যক্তি, সত্ত্বা বা বিদেশি নাগরিক ডিজিটাল সন্ত্রাসের অপরাধ করেছেন বলে গণ্য হবেন।’ এই ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ যাবজ্জীবন বা এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে।

বাংলাদেশে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন’ নামে একটি আলাদা আইন রয়েছে। এই আইনের ৫৭ ধারা নিয়ে বিতর্ক রয়েছে। সেই বিতর্কের মধ্যেই নতুন ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া হাসিনা মন্ত্রিসভা অনুমোদন করল।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন