ক্রিকেট
করোনা পিছু ছাড়ছে না মাশরাফি বিন মুর্তজার

ঋদি হক: ঢাকা
বিপদটা কিছুতেই পিছু ছাড়ছে না মাশরাফি! এ বারের পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে বাংলাদেশ (Bangladeesh) দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ (Narail 2) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার (Mashrafe Bin Mortaza)। এর আগে ২০ জুন পরীক্ষায় মাশরাফির করোনা শনাক্ত হয়। যথরীতি ১৪ দিন হোমকোয়ারান্টাইনে ছিলেন। দ্বিতীয় বার পরীক্ষায়ও ভাইরাস পজিটিভ মুর্তজার!
মুর্তজার ছোটো ভাই মোরসালিন বিন মাশরাফির করোনা (coronavirus) পজিটিভ আসে ২৩ জুন। তার আগে মাশরাফির শাশুড়িও করোনায় আক্রান্ত হয়েছিলেন। মাশরাফির চিকিৎসার দেখভাল করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ। মাশরাফির সর্বক্ষণ খোঁজখবর নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) মেডিক্যাল বিভাগ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই মাশরাফিকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আবদুল্লাহর সঙ্গে কথা বলে প্রেসক্রিপশনের ব্যবস্থা করেন।
বাংলাদেশে কোভিড ১৯
অপর দিকে বাংলাদেশে করোনা শনাক্তের ১১৯তম দিনে মৃত্যুর সংখ্যা কমেছে। বেড়েছে সুস্থতার হার। ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৯ জন, যা গতকালের চেয়ে ১৩ জন কম। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৭ জন। শুক্রবারের চেয়ে শনিবার মৃত্যুহার কমেছে ০.০১ শতাংশ। শনিবার মৃত্যুর হার দাঁড়িয়েছে ১,২৫ শতাংশ। আগের দিন ছিল ১.২৬ শতাংশ। শনিবার স্বাস্থ্য অধিদফতরের তরফে জানানো হয়েছে, এ দিনে মৃত্যু হয়েছে ২৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩,২৮৮ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্তর খবর আসে। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ একজনের মৃত্যু হয়। এর পর ধীরে ধীরে আক্রান্তরের সংখ্যা বাড়লেও, মাত্রা এতটা জোরালো ছিলো না। কিন্তু ঈদের আগে পরে মানুষের বাধাহীন চলাচলের ফলে হু হু আক্রান্তর সংখ্যা বেড়ে যায়। আক্রান্তের সংখ্যা প্রতি দিন গড়ে ৪ হাজার ছাড়িয়ে যায়।
কোরবানির পশুর হাট
বিশেষজ্ঞরা বলছেন, কোরবানির পশুর হাট হচ্ছে একটা জনবিস্ফোরণের জায়গা। আক্রান্তের সংখ্যা যতটুকু কমার দিকে রয়েছে, অবাধ যাতায়তের ফলে তা আবার ভয়াবহ রূপ নিতে পারে।
স্বাস্থ্য অধিদফতরের এর্মাজেন্সি কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, গেল ঈদে মানুষের অবাধ চলাচলই আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ বলা হয়েছিল। কোরবানির পশুর হাটে সব সময়ই জনসমাগম হয়ে থাকে। তাতে সংক্রমণের ঘটনা বাড়াটাই স্বাভাবিক। আর বাংলাদেশ মাংস ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল আলম বলেন, কোরবানির হাট মানেই জনসমাগম। এটা রোধ করা সম্ভব নয়।
গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন। দেশে সুস্থতার হার এখন ৪৪.২৯ শতাংশ।
ক্রিকেট
বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত, ভারতের সামনে ৩০৭
প্রথম ইনিংসে তিনটি করে উইকেট তুলে নিলেন নটরাজন-সুন্দর-শার্দূল।

অস্ট্রেলিয়া ৩৬৯ (লাবুশানে ১০৮, পেন ৫০ নটরাজন ৩-৭৮, সুন্দর ৩-৮৯, শার্দূল ৩-৯৪)
ভারত ৬২/২ (রোহিত ৪৪, লায়ন ১-১০, কামিন্স ১-২২)
খবর অনলাইন ডেস্ক: ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারল না অস্ট্রেলিয়া। প্রথম দিন টিম পেন বাহিনী শেষে করেছিল ২৭৪-এ। শনিবার এর সঙ্গে ৯৫ রান যোগ করেই তাদের অলআউট হতে হল নটরাজন-সুন্দর-শার্দূল জোটের আক্রমণে।
নটরাজন এবং সুন্দরের এটাই প্রথম টেস্ট ম্যাচ। অভিষেকেই দু’জনে তুলে নিলেন তিনটে করে ইউকেট। তাঁদের যোগ্য সঙ্গত দিলেন শার্দূল। তাঁর নামের পাশেও তিনটি উইকেট। অশ্বিন ও বুমরাহের অনুপস্থিতিতে ভারতে অনভিজ্ঞ বোলিং নিয়ে চিন্তা ছিল-ই। তবে টিম পেনদের জ্বলে ওঠার সুযোগ কেড়ে নিতে তাঁরা সফল হলেন এ দিন। কিন্তু অজিরা সাড়ে তিনশোর গণ্ডি পার করায় চাপ তো থাকছেই। ফলে এই চাপ কতটা কাটিয়ে উঠতে পারলেন নবাগতরা, সেটা ম্যাচের শেষেই স্পষ্ট হবে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩৬৯ রান তাড়া করতে নেমে ভারত যে খুব একটা ভালো শুরু করল, সেটাও বলা গেল না। দলগত ১১ রানের মাথায় ব্যক্তিগত ৭ রানে ফিরতে হল শুভমনকে। আবার চা পান বিরতিতে যাওয়ার আগেই ৭৪ বল খেলে রোহিত শর্মা ৪৪ রানে আউট হন। সব মিলিয়ে বিরতিতে ভারতের ঝুলিতে ২ উইকেট হারিয়ে ৬২ রান।
তবে চা পান বিরতির পর ব্রিসবেনে ভারী বৃষ্টি শুরু হওয়ার কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামলেও মাঠ ভিজে থাকার কারণে ভারতের তরফে ২৬ ওভার ব্যাটিংয়ের পর এ দিনের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায় খেলা।
নবাগত বোলারদের নিয়ে অস্ট্রেলিয়ার মজবুত ব্যাটিংকে মোটের উপর ভালোই ধাক্কা দিল ভারত। দুই ওপেনার ফেরত যাওয়ার পর বাকিটা এখন নির্ভর করছে পুজারা, রাহানে, মায়াঙ্ক অথবা ঋষভদের উপর। ভারতের সামনে এখন ৩০৭ রান। দিনের শেষে অপরাজিত পুজারা (৮) এবং রাহানে (২)।
একই সঙ্গে তৃতীয় দিনের আবহাওয়ার গতিবিধিও অন্যতম ফ্যাক্টর। জানানো হয়েছে, এ দিন বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত হওয়ার তৃতীয় দিনে আধঘণ্টা আগে খেলা শুরু হবে। ততক্ষণ চলুক অপেক্ষা!
আরও পড়তে পারেন: অভিষেকে লড়াকু নটরাজন, সুন্দর, অস্ট্রেলিয়া ২৭৪

অস্ট্রেলিয়া ২৭৪/৫ (লাবুশানে ১০৮, ওয়েড ৪৫ নটরাজন ২-৬৩ সুন্দর ১-৬৩)
খবর অনলাইন ডেস্ক: ব্রিসবেন টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতেই দুই ওপেনারকে তুলে নেন ভারতীয় বোলাররা। তবে লাবুশানের দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে অস্ট্রেলিয়া প্রথম দিনে শেষ করল -তে।
এ দিন প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে ফেরত পাঠান মহম্মদ সিরাজ। ব্যক্তিগত পাঁচ রানের মাথায় হ্যারিসের উইকেট তুলে দেন শার্দূল ঠাকুরের হাতে। স্মিথ-লাবুশানে জুটি জমতে শুরু করতেই ভেলকি দেখালেন ওয়াশিংটন সুন্দর। তিনি অভিষেকে ম্যাচেই স্মিথের উইকেট তুলে নিলেন।
তবে পরিস্থিতি একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিলেন লাবুশানে। তাঁর সহজ ক্যাচ ফেলেন স্লিপে দাঁড়ানো রাহানে। তার পর একেবারে থামলেন ১০৮ রানে। তিন উইকেট হারিয়েও লাবুশানে বড়ো রান তুলে নিলেন তিনি। মাঝে মধ্যেই মনে হচ্ছিল অশ্বিন এবং বুমরাহের অনুপস্থিতিতে ভারতের অনভিজ্ঞ বোলিংকে তিনি দাপটের সঙ্গে শাসন করছেন। কেরিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি গড়ে টি নটরাজনের বলে ঋষভ পন্তের হাতে জমা দিয়ে ফিরলেন ঠিকই, তবে অস্ট্রেলিয়া তখন পার করেছে দু’শোর গণ্ডি।
তবে স্মিথ, লাবুশানেদের ফিরিয়ে দিয়েও ততটা স্বস্তি মেলেনি ভারতীয় শিবিরে। ক্রিজে জমে গেলেন গ্রিন-পেন জুটি। তাঁরাই ২৩১/৫ থেকে অস্ট্রেলিয়াকে দিনের শেষে টেনে নিয়ে গেলেন ২৭৪-এ।
অশ্বিন ও বুমরাহের অনুপস্থিতি কেএল রাহুল, উমেশ যাদব, মহম্মদ শামি, হনুমা বিহারী এবং রবীন্দ্র জাদেজাও ইতিমধ্যে আহতদের ক্রমবর্ধমান তালিকায় যুক্ত হয়েছেন। স্বাভাবিক ভাবেই নতুনদের পরখ করে নেওয়ার সুযোগ মিলল ব্রিসবেনে। ওয়াশিংটন সুন্দরের মতোই এ দিন টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক ঘটল নটরাজনের। বোলিং কতটা ধারালো করতে তুলতে পারেন, সেটারই নমুনা তিনি রাখলেন আজ। ক্রমশ চিন্তার কারণ হয়ে ওঠা লাবুশানে-ওয়েড জুটিকে তিনি একাই ফেরার রাস্তা দেখিয়ে দিলেন।
আরও পড়তে পারেন: ইতিহাস অধরা থাকলেও ‘ফাইট’ দিল টিম ইন্ডিয়া
ক্রিকেট
মা হলেন অনুষ্কা শর্মা, নতুন সদস্য এল বিরাট কোহলির পরিবারে
জীবনের এই নতুন অধ্যায়টি শুরু করার আগে সবার আশিস চাইলেন বিরাট!

খবর অনলাইন ডেস্ক: সোমবার বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) কোল আলো করে এল কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়ায় এই সুসংবাদটি জানিয়েছেন ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)।
টুইটারে বিরাট লেখেন, “অনুষ্কা এবং সন্তান দু’জনেই ভালো রয়েছে”।
তিনি লিখেছেন, “আশীর্বাদ হিসেবে আজ আমরা (বিরুষ্কা) একটি কন্যাসন্তানকে পেয়েছি। আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং শুভকামনার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমাদের জীবনের এই নতুন অধ্যায়টি শুরু করার আগে আপনাদের আশীর্বাদ চাই”।
গত বছরের আগস্টে বিরুষ্কা জানিয়েছিলেন, তাঁদের পরিবারে নতুন এক সদস্য আসতে চলেছে। টুইটারে লিখেছিলেন, “খুব সম্ভবত জানুয়ারিতেই আমরা তিন জন হতে চলেছি”।

বিরুষ্কার কন্যাসন্তানের জন্ম হতেই ক্রিকেট, অভিনয় জগতের লোকজনের পাশাপাশি অনেকেই তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন।
আরও পড়তে পারেন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শতবর্ষের আলোয় ফেডরিকো ফেলিনি
-
রাজ্য6 hours ago
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে সিপিএমের লাইনেই খেলছেন শুভেন্দু অধিকারী
-
দেশ2 days ago
করোনার টিকা নেওয়ার পর অসুস্থ হলে দায় নেবে না কেন্দ্র
-
দেশ1 day ago
নবম দফার বৈঠকেও কাটল না জট, ফের কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র
-
কলকাতা2 days ago
অগ্নিকাণ্ডে গৃহহীনদের ঘর তৈরি করে দেবে পুরসভা, বাগবাজারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়