Homeখবরবাংলাদেশবাংলাদেশ 'ভেঙে' চট্টগ্রাম বন্দর পাওয়ার দাবি প্রাদ্যোত কিশোর দেববর্মার, সমালোচনার ঝড়

বাংলাদেশ ‘ভেঙে’ চট্টগ্রাম বন্দর পাওয়ার দাবি প্রাদ্যোত কিশোর দেববর্মার, সমালোচনার ঝড়

প্রকাশিত

বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দর পেতে বাংলাদেশকে ‘ভেঙে ফেলার’ প্রস্তাব করলেন ত্রিপুরার তিপ্রা মথা পার্টির প্রতিষ্ঠাতা এবং বিজেপির জোটসঙ্গী প্রাদ্যোত কিশোর দেববর্মা। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মন্তব্যকে ঘিরে তিনি এই দাবি তোলেন।

ইউনূসের বিতর্কিত মন্তব্য

২৮ মার্চ বেজিংয়ে ‘সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনার্জি’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে মুহাম্মদ ইউনূস বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভূমিবেষ্টিত এলাকা এবং সমুদ্রের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। বাংলাদেশই এই অঞ্চলের “একমাত্র সাগর অভিভাবক” এবং এই পরিস্থিতি চিনা অর্থনীতির সম্প্রসারণের সুযোগ তৈরি করতে পারে।

দেববর্মার কড়া প্রতিক্রিয়া

ইউনূসের এই বক্তব্যের পর ত্রিপুরার তিপ্রা মথা পার্টির প্রধান প্রাদ্যোত কিশোর দেববর্মা বলেন, “ভারতের সবচেয়ে বড় ভুল ছিল ১৯৪৭ সালে চট্টগ্রাম বন্দর ছেড়ে দেওয়া। বরং কোটি কোটি টাকা খরচ না করে বাংলাদেশ ভেঙে নিজেদের সমুদ্রবন্দর পাওয়া উচিত।”

তিনি আরও উল্লেখ করেন যে, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের আদিবাসী সম্প্রদায়গুলি সবসময় ভারতভুক্ত হতে চেয়েছিল। বর্তমানে এই অঞ্চলগুলির লক্ষাধিক ত্রিপুরি, গারো, খাসি এবং চাকমা জনগণ বাংলাদেশে কঠিন পরিস্থিতিতে বসবাস করছে।

বিবৃতিতে উত্তেজনা বাড়ল

দেববর্মার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইউনূসের মন্তব্যকে “উসকানিমূলক” এবং “আক্রমণাত্মক” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এই বক্তব্য ভারতের কৌশলগত দুর্বলতাকে তুলে ধরেছে।”

সামাজিক এবং কূটনৈতিক প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালও ইউনূসের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। তিনি প্রশ্ন তোলেন, “ভারতের সাতটি রাজ্য ভূমিবেষ্টিত, তবে তার মধ্যে কী গুরুত্ব রয়েছে?”

অপরদিকে, কংগ্রেস নেতা গৌরব গগৈ ইউনূসের মন্তব্যকে “গভীর উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য” বলে আখ্যা দেন।

চট্টগ্রাম বন্দর নিয়ে বিতর্ক

চট্টগ্রাম বন্দর ত্রিপুরার সাবরুম থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে। ২০২৪ সালের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাবরুমে একটি স্থলবন্দর উদ্বোধন করেন। এই বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো সম্ভব, যা কলকাতা বা হলদিয়া বন্দরের চেয়ে অনেক কাছের।

উত্তর-পূর্বাঞ্চলের আশঙ্কা

নর্থ-ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স (নেডা) প্রধান হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করে বলেন, “চিকেনস নেক করিডোরের কৌশলগত দুর্বলতা নিয়ে বারবার আলোচনা হচ্ছে। ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার পরিকল্পনাও সামনে এসেছে।”

সাম্প্রতিকতম

দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী ৪ দিন কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ধরে জোরদার কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। গরম কমবে, তাপমাত্রা নেমে আসবে ৩০ ডিগ্রির ঘরে। বিস্তারিত আবহাওয়া প্রতিবেদন পড়ুন।

গোলাপ ফুল শুধু নয়, গোলাপ চায়েরও একাধিক গুণ! জানুন নিয়মিত খাওয়ার উপকারিতা

গোলাপ ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, গোলাপ চায়েরও অসাধারণ উপকারিতা রয়েছে। গোলাপ চায়ে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো পুষ্টিগুণ ওজন কমানো, ত্বক ভালো রাখা এবং হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জানুন কীভাবে বানাবেন গোলাপ চা।

৬ দিন ধরে কাররেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে ৭ হাজারেরও বেশি জওয়ান, লক্ষ্য মাওবাদী শীর্ষনেতারা

ছয়দিন ধরে বিজাপুরের কাররেগুট্টা পাহাড়ে চলছে বিশাল সেনা অভিযান। লক্ষ্য মাওবাদী শীর্ষনেতাদের আটকানো। বাহিনীর তরফে এটি হতে পারে চূড়ান্ত ধাপ।

পার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে জায়গা চিহ্নিত, অস্থায়ী স্থানান্তরে অনীহা

পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে ৮৫ হাজার স্কয়ার ফুট জায়গা চিহ্নিত করল কলকাতা পুরসভা। নতুন করে নির্মাণের আগে অস্থায়ীভাবে বসানো হবে দোকান।

আরও পড়ুন

৬ দিন ধরে কাররেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে ৭ হাজারেরও বেশি জওয়ান, লক্ষ্য মাওবাদী শীর্ষনেতারা

ছয়দিন ধরে বিজাপুরের কাররেগুট্টা পাহাড়ে চলছে বিশাল সেনা অভিযান। লক্ষ্য মাওবাদী শীর্ষনেতাদের আটকানো। বাহিনীর তরফে এটি হতে পারে চূড়ান্ত ধাপ।

ভারত-পাকিস্তান যদি যুদ্ধ হয়, কার পাশে কোন দেশ জেনে নিন

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ফের ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা। পাকিস্তানের পাশে চীন ছাড়া কেউ নয়, ভারতের পাশে আমেরিকা, রাশিয়া, ইজরায়েল-সহ বড় শক্তিগুলি।

‘ইতিহাস-ভূগোল না জেনে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে মন্তব্য নয়’ — সাভারকর মন্তব্যে সুপ্রিম কোর্টের কড়া বার্তা রাহুল গান্ধীকে

স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় কংগ্রেস নেতা...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে