ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অত্যন্ত সক্রিয় ভূমিকায় থাকা পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ হঠাৎ ছুটিতে ঢাকা ত্যাগ করায় কূটনৈতিক মহলে ও সামাজিক মাধ্যমে চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্র অনুযায়ী, গত ১১ মে মারুফ ঢাকা ছেড়ে দুবাই হয়ে ইসলামাবাদ ফিরে যান। ওই দিনই পাকিস্তান হাই কমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাঁর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান হাই কমিশন জানিয়েছে, হাই কমিশনার ‘পরামর্শের জন্য’ পাকিস্তানে গেছেন, তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
হাই কমিশনের মুখপাত্র আরও জানান, মারুফের অনুপস্থিতিতে উপ-হাই কমিশনার মোহাম্মদ আসিফ দায়িত্ব সামলাবেন। তবে মারুফ কতদিন ছুটিতে থাকবেন, সে বিষয়েও কিছু জানায়নি হাই কমিশন।
২০২৩ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই সইয়্যদ আহমেদ মারুফ একাধিক উচ্চপর্যায়ের সফর এবং কূটনৈতিক কর্মসূচির নেতৃত্ব দেন। সম্প্রতি, ৯ মে কক্সবাজার সফর করেছেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর হঠাৎ ছুটি ও ঢাকা ত্যাগ বিভিন্ন মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, এটি পাকিস্তানের কূটনৈতিক কৌশলে পরিবর্তনের ইঙ্গিত হতে পারে অথবা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।
এই বিষয়ে পাকিস্তানের হাই কমিশন কিংবা বাংলাদেশ সরকার কোনও আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, মারুফের হঠাৎ এই পদক্ষেপ নিয়ে জল্পনা আরও বাড়ছে।