কিশোরগঞ্জে ঈদের জমায়েতে হামলা, ২ পুলিশ, ১ জঙ্গি-সহ হত ৪

0

খবর অনলাইন: ঢাকার গুলশনে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই আবার সন্ত্রাস বাংলাদেশে।

গুলশনের রেস্তোরাঁয় হামলার ছ’ দিন পরেই নিশানা হল কিশোরগঞ্জে ঈদের নমাজের আসর। বৃহস্পতিবার সকালে শোলাকিয়া ঈদগাহে নমাজ শুরুর আগেই সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। সম্ভাব্য জঙ্গি হামলা ঠেকাতে সেখানে আগে থেকেই হাজার খানেক পুলিশ মোতায়েন ছিল।তাদের লক্ষ করেই অন্তত তিন জন আক্রমণকারী বোমা ছোড়ে।

আক্রমণকারীরা বোমা ছোড়ার সঙ্গে সঙ্গে পুলিশ গুলি ছোড়ে। শুরু হয়ে যায় গুলির লড়াই। এতে মোট চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন পুলিশ, ১ জন মহিলা এবং এক জন আক্রমণকারী। মোট ৯ জন পুলিশকর্মী আহত হন। এদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার মিলিটারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশের জাতীয় মুখপাত্র এ কে এম শহিদূর রহমান জানান।

দু’ জন আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এক জন গুলিতে আহত।

শোলাকিয়া ঈদগাহে ঈদের নমাজের জমায়েত দেশের বৃহত্তম। এ দিন সকালে প্রায় ২ লক্ষ লোক ঈদগাহে নমাজের জন্য জমায়েত হয়েছিলেন। জমায়েত কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি কিশোরগঞ্জের জেলাশাসক আজিমুদ্দিন বিশ্বাস জানিয়েছেন।

ম্যাপ: সৌজন্যে ইন্ডিয়ান এক্সপ্রেস

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন