Homeখবরবাংলাদেশকোটা সংস্কার আন্দোলন:  বাংলাদেশে কারফিউ দেশ জুড়ে, সেনা মোতায়েন

কোটা সংস্কার আন্দোলন:  বাংলাদেশে কারফিউ দেশ জুড়ে, সেনা মোতায়েন

প্রকাশিত

ঢাকা: বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে হিংসা অব্যাহত। দেশের বিভিন্ন স্থানে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর সরকার সারাদেশে কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার রাতে গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত নেন। এ খবর জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান। বিবিসি বাংলাকে তিনি জানান, আইন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে মৃত বেড়ে ২৭, বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের ঘরে থাকার পরামর্শ হাইকমিশনের

ঢাকায় হিংসা ও প্রাণহানি

শুক্রবারের হিংসায় ঢাকায় ৩২ জনের মৃত্যু হয়েছে। ঢাকার রামপুরা-বনশ্রী এলাকায় ব্যাপক হিংসা ঘটে, যেখানে ফরাজী হাসপাতালে নিয়ে আসার পর ১০ জনকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের ম্যানেজার রুবেল হোসেন জানিয়েছেন, নিহত সকলেই গুলিতে মারা গেছেন এবং তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, ফরাজী হাসপাতালে আহত প্রায় ৩০০ জনের চিকিৎসা করা হয়েছে, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ ছিলেন।

কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট মো. মিজানুর রহমান জানিয়েছেন, জোবায়ের ব্যাপারী নামে ৪০ বছর বয়সী একজন ব্যবসায়ীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তিনি জানান, জোবায়ের ব্যাপারী পথচারী হিসেবে সংঘর্ষের এলাকা অতিক্রম করছিলেন। এছাড়া, কুয়েত মৈত্রী হাসপাতালে অন্তত ৮৯ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে, যাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ ছিলেন।

সরকারের প্রতিক্রিয়া

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সারা দেশে যে সকল জায়গায় সহিংসতার শঙ্কা রয়েছে, সেসব জায়গায় সেনাবাহিনী প্রশাসনকে সহায়তা করবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, “আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সহায়তা প্রদান করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

সাম্প্রতিকতম

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

অজন্তা চৌধুরী শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা...

ইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায় ভারত

ইরানে মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল তেহরান। বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ৯০ ডলার, চরম সঙ্কটে পড়তে পারে ভারত।

১০ জনের বেশি সদস্য? বাড়তি রেশন দিতে উদ্যোগী রাজ্য, ই-কেওয়াইসি নিয়েও নয়া নির্দেশ

পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে বাড়তি রেশন দেওয়ার পথে হাঁটছে খাদ্যদপ্তর। ই-কেওয়াইসি না হলেও প্রকৃত গ্রাহকদের রেশন বঞ্চনার বিরুদ্ধে কড়া নজর।

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

আরও পড়ুন

অর্থনীতির রসাতলে বাংলাদেশ! গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্প ধ্বংসের মুখে, ‘৭১ সালের যুদ্ধের সঙ্গে তুলনা শিল্পপতিদের

বাংলাদেশে চলছে গভীর রাজনৈতিক সঙ্কটের পাশাপাশি এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। গ্যাস ও বিদ্যুৎ ঘাটতিতে শিল্পপ্রতিষ্ঠান বন্ধ, ছাঁটাই, ও ঋণখেলাপির আশঙ্কায় শীর্ষ উদ্যোক্তারা হুঁশিয়ারি দিয়েছেন—সরকার দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে।

ঢাকা ছাড়লেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, হঠাৎ ছুটিতে ফেরায় জল্পনা তুঙ্গে

বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার সইয়্যদ আহমেদ মারুফ হঠাৎ ছুটিতে ঢাকা ত্যাগ করায় কূটনৈতিক মহলে জোর জল্পনা। কী কারণে এই আকস্মিক পদক্ষেপ, তা ঘিরে প্রশ্ন উঠছে।

বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করল ভারত, উত্তপ্ত হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক

বাংলাদেশের অন্তর্বর্তী নেতা মুহাম্মদ ইউনুসের বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্বার্থ রক্ষায় ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করল নয়া দিল্লি। শেখ হাসিনার প্রত্যর্পণ, সংখ্যালঘুদের উপর হামলার ইস্যুতে আরও তীব্র হচ্ছে উত্তেজনা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে