Homeখবরবাংলাদেশকোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ অব্যাহত বাংলাদেশে, ১৯ জনের মৃত্যু, ইন্টারনেট বন্ধের অভিযোগ

কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ অব্যাহত বাংলাদেশে, ১৯ জনের মৃত্যু, ইন্টারনেট বন্ধের অভিযোগ

প্রকাশিত

ঢাকা: বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। পুলিশের গুলিতে একজন সাংবাদিকও মারা গিয়েছেন বলে সে দেশের সাংবাদ মাধ্যমসূত্রে জানা গিয়েছে। সাংবাদিকের শরীরে ছররা গুলির ক্ষত মিলেছে।

নিহতদের মধ্যে ছাত্র ছাড়াও ব্যবসায়ী বা রিক্সা চালকও রয়েছেন। তাঁরা এই চলমান সংঘর্ষের মধ্যে পড়ে মারা গিয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

ঢাকার যাত্রাবাড়ি এলাকায় সকাল থেকেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র‍্যাবের সংঘর্ষ শুরু হয় সকাল এগারোটা থেকে। ঢাকার আরও বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

ইন্টারনেট সার্ভিস ব্যাহত

বৃহস্পতিবার রাত নটা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধের অভিযোগ উঠে। ব্রডহ্যান্ড বা মোবাইল কোনও ইন্টারনেট সার্ভিস পাওয়া যাচ্ছে না। গত কয়েক দিন ধরে চলমান এই আন্দোলনে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা ব্যাহত ছিল। যদিও সরকারি ভাবে এ নিয়ে কিছু ঘোষণা করা হয়নি।

কড়া হুঁশিয়ারি পুলিশ কর্তার

পুলিশের গায়ে হাত দেওয়া হলে কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ। বৃহস্পতিবার তিনি যাত্রা বাড়ি এলাকা পরিদর্শনে যান। সেই সময় তিনি সাংবাদিকদের বলেন, “যারা পুলিশের গায়ে হাত দিচ্ছে, রাস্তায় আগুন লাগাচ্ছে- আমরা তাদের কাউকে ছাড় দেবো না”। তিনি আরও বলেন, “পুলিশ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। তারা যদি মনে করে এটা দুর্বলতা, তবে তারা বোকার স্বর্গে বাস করছে।” এই হিংসার জন্য তিনি সরাসরি জামাত ও বিএনপি-র দিকে আঙুল তোলেন।

বিটিভিতে আগুন

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিতে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগানোর অভিযোগ ওঠে। বেশ কয়েকজন কর্মী সেই সময় আটকা পড়ে যান। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই পরিস্থিতি বিটিভি তাদের সম্প্রচার বন্ধ রখেছে।

কোটা মামলার শুনানি রবিবার

কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা মামলার শুনানি হবে রবিবার। বর্তমান পরিস্থিতিতে শুনানি এগিয়ে আনার জন্য আবেদন করা হয়। এর আগে আবেদনের শুনানির জন্য ৭ আগস্ট দিন ঠিক ছিল।

বৈঠকে বসার আবেদন নাকচ

আইনমন্ত্রী আনিসুল হক কোটা সংস্কারকারীদের বৃহস্পতিবার বৈঠকে বসার আবেদন জানালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা নাকচ করে দিয়েছে।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি জানান, শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা চালিয়ে সরকার উদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে। এর দায় সরকারেরই। সরকার আলোচনার কোনো পরিস্থিতি রাখেনি।তিনি লেখেন, শহীদের রক্তের উপর কোনো সংলাপ হবে না। সরকারকেই সমাধানের পথ বের করতে হবে।

তার দাবি, “সকল ছাত্র হত্যার বিচার করতে হবে। ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসমুক্ত করতে হবে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নিরস্ত্র করে রাজপথ থেকে অপসারণ করতে হবে”।

সাম্প্রতিকতম

লারার বিশ্বরেকর্ডের কাছে এসেও ইনিংস ডিক্লেয়ার করে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার, কেন?

শ্রয়ণ সেন একেই বলে স্পোর্টসম্যান স্পিরিট। তিনিই দলের অধিনায়ক। তিনি দলের স্কোরকে কত দূর নিয়ে যাবেন,...

ভারতে পুরোদমে চালু হল ইউপিআই-নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক, কার্ড ছাড়াই মিলবে সব পরিষেবা

ইউপিআই নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক চালু করল স্লাইস। বেঙ্গালুরুর কোরামঙ্গলায় শুরু হওয়া এই ব্যাঙ্কে কার্ড বা কাগজ ছাড়াই মিলবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা, থাকবে রোবট সহকারী ও ইউপিআই এটিএম।

ফের কলকাতায় কলেরার হানা! পিকনিক গার্ডেনের যুবক ভর্তি হাসপাতালে, জলবাহিত সংক্রমণে আতঙ্ক

কলকাতায় ফের কলেরার উপসর্গে আক্রান্ত এক যুবক। পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ওই যুবককে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের এক হাসপাতালে। জলবাহিত এই সংক্রমণে এলাকাজুড়ে উদ্বেগ।

কলকাতায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আর কোথায় কোথায় বর্ষণের সতর্কতা?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।

আরও পড়ুন

অর্থনীতির রসাতলে বাংলাদেশ! গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্প ধ্বংসের মুখে, ‘৭১ সালের যুদ্ধের সঙ্গে তুলনা শিল্পপতিদের

বাংলাদেশে চলছে গভীর রাজনৈতিক সঙ্কটের পাশাপাশি এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। গ্যাস ও বিদ্যুৎ ঘাটতিতে শিল্পপ্রতিষ্ঠান বন্ধ, ছাঁটাই, ও ঋণখেলাপির আশঙ্কায় শীর্ষ উদ্যোক্তারা হুঁশিয়ারি দিয়েছেন—সরকার দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে।

ঢাকা ছাড়লেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, হঠাৎ ছুটিতে ফেরায় জল্পনা তুঙ্গে

বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার সইয়্যদ আহমেদ মারুফ হঠাৎ ছুটিতে ঢাকা ত্যাগ করায় কূটনৈতিক মহলে জোর জল্পনা। কী কারণে এই আকস্মিক পদক্ষেপ, তা ঘিরে প্রশ্ন উঠছে।

বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করল ভারত, উত্তপ্ত হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক

বাংলাদেশের অন্তর্বর্তী নেতা মুহাম্মদ ইউনুসের বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্বার্থ রক্ষায় ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করল নয়া দিল্লি। শেখ হাসিনার প্রত্যর্পণ, সংখ্যালঘুদের উপর হামলার ইস্যুতে আরও তীব্র হচ্ছে উত্তেজনা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে