রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে ঢাকায় অবস্থান

0

রামপাল বিদ্যুৎপ্রকল্প বন্ধের দাবি তুলে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান শুরু করলেন বাংলাদেশের একাধিক বাম ও গণ সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার বেলা সওয়া ১১টা নাগাদ এই অবস্থান কর্মসূচির সূচনা করেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।

অবস্থানের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “এই সংগ্রাম বিদ্যুৎকেন্দ্র তৈরির বিরুদ্ধে নয়, সুন্দরবন রক্ষার জন্য।”
লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, “এটা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র।”

এই প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র নিয়ে মন্তব্য লিপিবদ্ধ করার জন্য কেন্দ্রীয় শহিদ মিনারের বাঁ পাশে একটি মুক্ত ক্যানভাসও রাখা হয়েছে।

তথ্য: প্রথম আলো

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন