বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সেনাবাহিনীর সময়সীমার মধ্যে ইস্তফা দিয়েছেন। তাঁকে এবং তাঁর বোন শেখ রেহানাকে ‘গণভবন’ থেকে কপ্টারে করে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে বলে খবর। সূত্রের খবর, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের অধীনে একটি তদারকি সরকার গঠিত হতে পারে।
শেখ হাসিনাকে ইস্তফা দেওয়ার জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। তিনি সেই সময়সীমার মধ্যে ইস্তফা দেন। শেখ হাসিনা রেকর্ড করা ভাষণ দেওয়ার সুযোগ পাননি।
এদিকে, সেনা সদর দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। কয়েক হাজার মানুষ গণভবনে ঢুকে পড়ছেন।
ইন্টারনেট সংযোগের বিষয়ে বলা হয়েছে, আজ সোমবার দুপুর ২টার পরে মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। এর আগে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছিল।
গতকাল সাত দিনের মাথায় ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করা হয়েছিল। সরকারি নির্দেশে মোবাইল ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সেবা বন্ধ ছিল। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয়।
কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটকও বন্ধ ছিল।